বাড়ির পাশে আপনার যদি থাকে সেই খাল দিয়ে যদি আপনার বাড়িতে পৌঁছতে হয় তাহলে একটি আয়রন স্ট্রাকচার ব্রিজ নির্মাণ করে গাড়িও পায় করতে পারবেন অন্যান্য যাতায়াত করা অসুবিধা হবে। বাড়ি নির্মাণ করতে পারবেন বাড়ির মালামালও পরিবহন করতে পারবেন ওই ব্রিজ থেকে। তাতে সুবিধা হবে যে আপনার বাড়ির মান মূল্য অনেক বেড়ে যাবে।
আসুন আমরা এই কনটেন্সটা কিভাবে তৈরি করব। প্রথম আপনার খালের এপার থেকে ওপার কত ফিট লম্বা হতে পারে তা নিয়ে আগে মাপ দিন। আগে বুঝতে হবে খালের ভিতর থেকে কোন যানবাহন চলাচল করে কিনা। যদি করে থাকে তাহলে খালের ব্রিজ টি একটু বাড়তি করে নিতে হবে। সে ক্ষেত্রে ব্রিজের হাইট বাড়তি করতে হবে। জাই হোক ধরে নিলাম বৃষ্টি- ত্রিশ ফুট হবে। যদি আমরা ৩০ ফুটের একটি আয়রন স্ট্রাকচার ব্রিজ করি । সে ক্ষেত্রে ব্রিজ টি তিনটি স্পেনে ভাগ করে নিতে পারি। মিডিল স্পেন ১২ ফুট করে। নিচের স্প্যান দুটি নয় ফুট করে ভাগ করতে পারি। এই ৩০ ফুটের ব্রিজ আমরা করে নিতে পারি। ব্রিজ টি পাসে কত ফুট করার দরকার এখন তা নিয়ে আলোচনা করি। যদি আপনি মোটরবাই ক হালকা যান প্রাইভেট কার। ছোট পিক আপ। ও অন্যদের থেকে দুই টনের ভিতরে পারাপার করেন তাহলে ফ্রিজ টি অল্পতে করা সম্ভব হয়। তার মানে অল্প পুজিতে ব্রিজটি করা সম্ভব হবে। তাহলে আমরা ব্রিজ টি পাশ ১২ ফুট করে নিলাম। রেলিং যদি দিতে হয় সে ক্ষেত্রে টাকার পরিমান একটু বেড়ে গেল ভালো হয়। যেহেতু রেলিং ছাড়া গাড়ি পারাপার করায় একটা ঝুঁকি থেকে যায়। খালের পানি কি পরিমান বাড়ে সে বিষয়ে আইডিয়া নেওয়া উচিত। পুরো বর্ষার দিনে খালের পানি কতটুকু থাকে। এটাই আপনার মূল হিসাব করতে হবে। যদি খালের পানি খালের তলা থেকে ১০ ফুট বেশি জোর হলে হয় ।তাহলে সে ক্ষেত্রে আপনি অন্যান্য নৌকা আরো পাসপোর্ট ধরে নিতে হবে। নৌকা থেকে আরও তিন ফুট অতিরিক্ত নিতে হবে যেন ফাঁকা থাকে। তারমানে মোট কথা আমরা খাল থেকে খালের তলা থেকে উপরের সেলাবের নিচ পর্যন্ত ২০ ফুট হাইট রাখতে পারি। দুই পাশের এসপানগুলো ৯ ফুট করে যদি আমরা লম্বায় ধরি। তাহলে খালের হাইট থেকে অন্তত রাস্তার হাই পনের ফুট করে নিতে হবে। যদি তার থেকে কম হয় সেক্ষেত্রে মাটি দিয়ে ভরাট করে নিতে হবে। রেলিং গুলো যদি দীর্ঘস্থায়ী করা হয় তাহলে আর সি সি ঢালাই করে নিতে হবে না হলে এঞ্জেল দ্বারা রেলিং করা সহজ হয়। আমরা ইচ্ছা করলে সেলাপগুলো স্লিপার দ্বরাও তৈরি করতে পারি। আর যদি বাজেট বেশি থাকে তাহলে আমরা পুনরায় স্পান অনুযায়ী ঢালাই করে নিতে পারি । সেলাপগুলো যদি আমরা ইন স্পানে ঢালাই করি তাহলে ব্রিজ টি অনেকদিন লাস্টিং করবে এবং হালকা জান তাতে চলাচলের সুবিধা হবে। নেটের সমস্যার কারণে। ব্রিজ টি ইস্টিমেট কস্ট দিতে পারলাম না। তাই এখানে প্রথম খন্ড বলে শেষ করলাম। (বাকি খন্ড পরবর্তীতে দিতে পারব।)( আয়রন স্ট্রাকচার ব্রীজের প্রথম খন্ড)