Posts

কবিতা

তোর চোখেতে স্বপ্ন দেখি

December 2, 2025

নাসির ফরহাদ

11
View

তোর চোখেতে স্বপ্ন দেখি, 

রূপ সাগরে ডুব দিয়েছি।

বাহুডোরে তোকে পেয়ে 

আনন্দে আজ খুন হয়েছি।

মন মজেছে তোর প্রেমেতে, 

কন্ঠ মিলাই তোর গানেতে।

তোকে নিয়ে ভাসতে চাই আজ, 

পালতোলা ঐ সাম্পানেতে।

তুই যে আমার পরাণ পাখি, 

বুকে তোকে আগলে রাখি।

থাকতে চাই তোর হৃদয়েতে 

তোর নূপুরের ছন্দ হয়ে।

ঢেউয়ের তালে দুলছি দু'জন 

জনম জনম প্রাণের সজন।

তোর উচ্ছাসে জলোচ্ছ্বাস আর 

তোর হাসিতে জোয়ার এখন।

তোর আঁচলে সূখের পরশ 

চাঁদনী রাতের হাসনাহেনা।

চুলের গন্ধ আকুল করে, 

ব্যাকুল মনের ঘোর কাটে না।

তোর বুকের ই মকমলেতে 

ছুঁয়ে যাচ্ছে কাশফুলেতে।

অন্ধকারে আলোক দিতে 

জ্বলবি আমার দ্বীপ শিখাতে।

Comments

    Please login to post comment. Login