Posts

ইন্টারভিউ

মানুষ কি শুধু আর্থিক সচ্ছলতা, মানসম্মান ও সামাজিক মর্যাদার জন্য বেচেঁ থাকে?

December 2, 2025

Jahid Iqbal

11
View

আমি চাকুরিতে জয়েন করেছি ২৬/০৮/২০১৬ইং তারিখ। বর্তমানে ৭ বছর পূর্ণ হল একই পদে। পদোন্নতি পেতে আরো ৯/১০ বছর অপেক্ষা করতে হবে।  
এরপরে সব ঠিকঠাক থাকলে ইন্সপেক্টর হব। যদি কোন সমস্যা হয় তাহলে আরো ৫/৬ বছর বেশি অপেক্ষা করতে হবে। 
ধরে নিলাম ইন্সপেক্টর হলাম, তাহলে ওসি হওয়ার জন্য  বেটিং করা লাগবে। সে বেটিং এর টাকা আমার কখনোই হবে না। আর যদি ওসি হইও তা আমি করতে পারব না। ন্যায়পরায়ন ও সততা একই জিনিস নই। ঐ পদে ন্যায়পরায়ন হওয়া যায় কিন্তু সৎ থাকা যায় না।

মানুষ কি শুধু আর্থিক সচ্ছলতা,  মানসম্মান ও সামাজিক মর্যাদার জন্য বেচেঁ থাকে? মানুষের মন বলেও একটা বিষয় আছে। যা মানুষকে পরিচালিত করে। মনের বিরুদ্ধে মানুষ চলতে পারে, তবে তার আত্না মৃত্যুবরণ করে। মনের বিরুদ্ধে চলা মানুষ গুলো জীবন্ত লাশ। মৃত হয়ে বেচেঁ থাকার কোন মানে হয় না।
মনের বিরুদ্ধে চাকরি করাটা কারাগারে থাকার মত। কারাগারে মানুষ মরে যায় না তারপরেও মুক্তির অপেক্ষায় প্রহর গুনে। কারাগারে বেচেঁ থাকা আর মারা যাওয়ার মধ্যে পার্থক্য নিতান্তই সামান্য। তাই মানুষ বাচঁতে চাই বলে মুক্তি চাই।
  সমুদ্রে ডুবে যাওয়া মানুষ শেষ শেওলা টি আকড়ে ধরে বাচঁতে চায়!!!! আমিও সেই পথেই হাটছি। অর্থনৈতিক নিরাপত্তা কখনোই জীবনের শেষ লক্ষ্য হতে পারেনা। নিরাপত্তায় জীবনের সবকিছু নই। নিরাপত্তা-ই যদি জীবনের সবকিছু হত তাহলে মানুষ মাতৃগর্ভের প্রবল নিরাপত্তা ছেদ করে ধুলোর পৃথিবীতে নেমে আসত না।

Comments

    Please login to post comment. Login