Posts

কবিতা

তুমি কি জিনিস।

December 3, 2025

Shafin pro

14
View

তুমি কি জিনিস।     

 দেখিলে মানুষের চোখে নজর পড়ে যায়।   

তুমি কি জিনিস।  

দেখলেই মানুষের চোখ ফেরানো দায়।  

তুমি কি জিনিস।  

দেখলেই মানুষের আবেগ উপচে পড়ে।   

তুমি কি জিনিস। 

দেখিলেই মানুষের চোখে খোরাকি মিটে যায়।  

তুমি কি জিনিস।  

দেখিলেই মানুষের মন ভরে যায়।  

তুমি কি জিনিস।  

পাহাড়ের মত উঁচু নিচু হয়ে ছুটে আসো আমার দিকে।  

তুমি কি জিনিস।  

 তোমার বুকে কিছু ফেলে গেলে ফিরিয়ে দায় আমার কাছে।  

তুমি কি জিনিস। 

জানিনা তোমার কত সাহস জীবনে যে কত তুমি বিলীন করে দিয়েছো।   

তুমি কি জিনিস। 

যতক্ষণ চেয়ে দেখি ততই চেয়ে থাকতে ইচ্ছে করে তোমার বুকের দিকে।   

তুমি কি জিনিস।  

তোমার মেজাজ মর্জি যখন ভালো লাগে তখন খুবই আনন্দ লাগে আমাদের।   

তুমি কি জিনিস।  

যখন তুমি শান্ত থাকো তখন তোমাকে ছুঁয়ে দেখতে খুবই ভালো লাগে।    

তুমি কি জিনিস। 

তোমাকে দেখতে পেয়ে মনটা আমার খুব আনন্দিত হয়ে গেল।  

তুমি কি জিনিস। 

তুমি যখন 🔥 রাগামবিত  হয়ে যাও তখন আমরা তো ভয়ে কাপতে  থাকি।   

তুমি কি জি। 

তুমি এত বড় এত বড় মনের  তুমি।   

তুমি কি জিনিস। 

তোমাকে দেখলে তোমার উকুলের কিছু দেখা যায় না।  

তুমি কি জিনিস।    

তোমার শেষ সীমান্ত খালি চোখে দেখা যায় না কেন।   

তুমি কি জিনিস।   

তোমার উপরে ভেসে চলছে কত ধরনের জান বহন।   

তুমি কি জিনিস।  

তোমার গভীরতা কেউ আজ পর্যন্ত মাকে ঠিক করতে পারেনী।   

তুমি কি জিনিস। 

তোমার তলদেশে আছে কত জাতীয় উদ্ভিদ জিনিস কেউ কি সঠিক তা জানে।   

তুমি কি জিনিস।   

তোমার গর্ভের ভিতরে কত হাজার প্রাণী চলাচল করতেছে কে জানে।   

তুমি কি জিনিস ।

তুমি যখন রাগাম্বিত  হয়ে যাও তখন খাল বিল নদী নালা পাহাড়-পর্ব তলিয়ে দাও ।

তুমি কি জিনিস। তুমি কি জিনিস । তুমি কি জিনিস। তোমার বর্ণনা আমার ভাষা দিয়ে আমি শেষ করতে পারবো না তুমি কি জিনিস।

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 1 month ago

    তুমি কি জিনিস। কবিতাটি পড়লে বুঝতে পারবেন যে সে কি জিনিস বেশি বেশি পড়ার জন্য সবাইকে উৎসাহিত করুন কবিতাটির মর্ম বুঝে কমেন্টস করুন ওটার ভিতর দুইটি অনুভব হতে পারে ধন্যবাদ