কমল বনমোঃ নাহিদ হোসাইনপদ্ম কাননে যেওনা সখী পদ্ম ফুলে কাটা, ঐ বনেতে যাবে যে আছে বুকের পাটা। পদ্ম কাননে পদ্ম ফুল ছিড়তে যদি চাউ, জীবন তাহার ফুরাবে সখী সাবধানে হাত বারাউ। পদ্ম তুমি ছিড়োনা সখী পদ্মের বড় জ্বালা, তারে মেরে সকলে সখী গলায় পরে মালা। পদ্ম যখন ছিড়ো সখী পদ্ম তখন কয়, আমায় তোমরা মেরোনা সখী আমার লাগে ভয়। পদ্ম থাকে বিলে ঝিলে হাতে কি মানায়? প্রাণী থাকে বনে লোকালয়ে নিয়তি নিয়ম বানায়। পদ্ম ফুলের গয়ে যদি মরন বিষ হয়, শূন্য হয়ে যেতো সখী হাজার শহর লোকালয়। পদ্ম যদি হয় মানব বল কেমন হয়, কানন যদি হয় ধরা নিষ্ঠুর সখীর পরিচয়। ০৫/১০/২০২০ |
|---|
7
View