"আল্লাহ কি এমন একটা বিপদ দেয়ার জন্য আমাকেই পাইছিলো?" সজিব ভাই অত্যন্ত দুখের সাথে কথাটা বলছিলেন। উনার এক সপ্তাহ পর বিয়ে। এদিকে উনার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, হার্ট এর সমস্যা। কিছুই কেনাকাটা করতে পারছেন না। তার উপর উনার বড় ভাই বাইক দুর্ঘটনায় কিছুটা আহত হয়েছেন গতকাল।
কিন্তু উনার বন্ধু শিবলি ধমকে উঠলেন,"তুই কি বলতে চাস আল্লাহ কি করবেন সেটা তোকে জিজ্ঞেস করে করবেন?"
আমার যা বুঝার বুঝে গেছি। সজিব ভাই ফেসে গেছেন। শিবলি ভাইএর সামনে উল্টাপাল্টা কিছু বলে বেচে যাওয়া অসম্ভব। আমার চুপ থাকাই ভালো।
সজিব ভাই বললেন,"কেন? দুনিয়াতে কি আর কেউ ছিলো না? আল্লাহ এমন কতগুলো বিপদ দেয়ার জন্য আমাকেই পেলেন?"
শিবলি ভাই বললেন,"তুই নিজে যে সমস্যা সহ্য করতে পারছিস না, সেটা কেন অন্যের উপর চাপাতে চাচ্ছিস? তোর সেই অন্য কেউ তো আমিও হতে পারি।"
সজিব ভাই উত্তর দিলেন,"আমি সেটা বুঝাতে চাইনি।"
শিবলি ভাই বললেন,"তুই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর যেন তিনি বিপদ কাটিয়ে দেন। নামাজ পড়েছিস?"
সজিব ভাই বললেন,"কয়েকদিন ধরে সময় পাচ্ছিনা। বিয়ের নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া কাল থেকে একই পোশাকে আছি, নামাজ কিভাবে পড়বো?"
আমি এতক্ষণে কথা বললাম, "ভাই যিনি আপনাকে বিয়ে করার তৌফিক দিয়েছেন, তার কাছে শুকরিয়া আদায় করেননি? সময় পাচ্ছেন না মানে কি? সময় কি কমে গেছে?"
শিবলি ভাই আবার ধমক দিয়ে বললেন,"তুই তো আফসোস করতি যে আন্টিকে সময় দিতে পারোস না চাকরির জন্য। এখন বিয়ে উপলক্ষে ছুটি পেয়েছিস আর উনাকেও একটু সময় দিচ্ছিস। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর।"
সজিব ভাই আবার উত্তর দিলেন,"কিন্তু আমার উপর অনেক দায়িত্ব। অনেক কাজ।"
আমি বললাম,"ভাই৷ সুরা ইনশিরাহ-তে আল্লাহ বলেছেন ,'নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ রয়েছে।' সন্তান জন্মদান একজন মায়ের জন্য যেমন কষ্টের তেমন আনন্দেরও বটে। তাই বিপদে ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই আল্লাহর কাছে আপনাকে নিয়ে কোন উত্তম পরিকল্পনা আছে।"
এরপর যোগ করলাম,"আপনার উচিত আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। নামাজ পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাওয়া। মানুষ আপনার চেয়েও বড় বিপদে পড়ে। বিশ্বাস না হলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পাচ মিনিট দাড়ায়ে থাকেন, বুঝতে পারবেন।"
শিবলি ভাই বললেন,"তোর বিপদ অন্য কারো চাপানোর প্রয়োজন কি?"
আমি বললাম,"ভাই। আমরা দুজন আন্টিকে দেখবো। আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসেন। আর নামাজ মিস কইরেন না। পারলে তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে বিপদ মুক্তির দোয়া করেন।"
শিবলি আবার মজা করে বললেন,"আবার এমন দোয়ায় এমন বলিস না যেন বিপদে অন্য কেউ পড়ুক।"
43
View