Posts

কবিতা

বিজয়ের নিশান

December 8, 2025

Kamal Parvez

10
View

একটু শান্তিতে থাকতে দাও 
একটু শান্তিতে ঘুমাতে দাও
আমি চাই না আর খঞ্জরের শব্দ 
আমি চাই না তীরধনু নিশানা করতে 
আমি চাই না বোমার বিকট শব্দ।


এরা কারা-?


ভারী বন্দুক কাঁধে নিয়ে আসছে তেড়ে
হে, কে কোথায় আছিস তোরা নওজোয়ান 
হে, কে কোথায় আছিস তোরা দামাল ছেলের দল 
চেয়ে দেখ ওরা কারা।
ধৈর্যের সীমা বাঁধ ভেঙেছে 
এবার তোরা রুখে দাঁড়া।

ঘুম ভেঙেছে বাঙালির 
গর্জে উঠেছে শিক্ষক- ছাত্র-কিষাণ- নওজোয়ান  থ্রি নট- থ্রি রাইফেল নিয়েছে তুলে কাঁধে মৃত্যুকে করে না ওরা ভয় 
জন্মভূমির মাটি ছুঁয়ে করেছে শপথ 
সত্যি এবার করবে জয়।


আমার বোনের ইজ্জত করেছে লুণ্ঠন 
আমার ভাইয়ের বুকের তাজা রক্ত
বৃথা যেতে দিতে পারি না।


সাতচল্লিশ, বায়ান্ন, একাত্তর সালের হিসাব সুদে-আসলে কড়ায় গন্ডায় নিতে হবে ফিরিয়ে বিজয় এনেছি ছিনিয়ে মাগো 
চোখ খুলে দেখো
চোখ খুলে দেখো ।।

Comments

    Please login to post comment. Login