গৃহত্যাগী আমিমোঃ নাহিদ হোসাইন কবে কখন গৃহত্যাগী হয়েছিলাম জানা নেই। তবে খুব অল্প বয়সে গৃহত্যাগ করেছি মনে পড়ে। অধ্যয়নের যখন পঞ্চম শাখা তখন তিন কিলোমিটারের পায়ে হাঁটার পথ পার হয়ে পাশের গ্রামের ছোট্ট বাজারের একটি বোর্ডিংয়ে স্থান হয়েছিল আমার। সেদিন থেকেই গৃহত্যাগী আমি। এরপর থেকে কখনো এ শহর কখনো ও শহরে ঘুরতে ঘুরতে আজ আমি কর্মের শহরে কর্মব্যস্ত জীবন যাপন করছি। জীবন থেকে কুড়ি বছর হারিয়ে গেল তবু গৃহে ফেরা হলো না। বাস্তবতাকে মানতেই হবে। পুরুষ গৃহ ছাড়া হলে সেই গৃহে আর ফেরা হয় না। গৃহটাকে সাজানোর জন্য কত পুরুষের জীবনে থেকে স্বাদ আহ্লাদ বিসর্জন দিতে হয়, কত চোখের জল চোখের ভেতরে শুকায়, কতশত আত্মচিৎকার বুকের ভেতরে আটকা পড়ে থাকে, কেউ জানে না, আমি জানি, গৃহত্যাগে ব্যথা বেদনা কতখানি। |
|---|
26
View