আগুনের ছোঁয়া
........... স্বপন বিশ্বাস
নরম এক অন্ধকারে ছুয়ে দিলে তুমি
স্পর্শে জাগে দেহের অচেনা তান।
নিঃশ্বাস থেমে যায়, ধুকধুক বুক
প্রাণে লুকানো কামনার নীরব গান।
বন্ধ চোখ ভেসে আসে আগুনের ছোঁয়া,
শরীরি রেখায় জাগে নিঃশব্দ দোলা।
গন্ধে ভরা বাতাসে স্বপ্নেরা ভাসে,
প্রতি স্পর্শ অদৃশ্য আগুন জ্বলে।
নিভৃতে বাজে দেহের অচেনা সুর,
আমি তুমি হারায় নীরব দূর।
আঁচলে ঢাকে সব কামনার বাক
তৃষ্ণা মুছে যায় প্রতিটি আঘাত।
জেগে ওঠো তুমি নিঃশ্বাসের শব্দে
স্পর্শে হারাই নিজেকে আবার রোমন্থনে।
আমার লুকানো কামনার খোঁজে,
ডুবে যাই, ভাসি অচেনা জলধারে।
শরীরের কোণে বাজে তোমার নীরব ধ্বনি,
ভেঙে যায় সব প্রাচীর সীমানা।
শেষে এক, নিঃশব্দে জ্বলে থাকি,
নরম রাতে আমরা কামনায় ডুবি