অনেক বছর ধরে ভাবছি তার খুজে বের হবো
তবে সে যে কে তা আমি নিজেও জানি না!
মাঝে মাঝে মনে হয় কোন এক পথের প্রান্তরে
আমাকে খুজে বেড়ায় দুটি উৎসুক চোখ!
কে যেন ডাকে, বেশি দূরে নয়, তবে একটু অস্পষ্ট
কোন এক অতীত পর্দার আড়াল থেকে
যেন আমার আমিই নিজেকে ডেকে চলে নিরন্তর!
19
View