সে এক উদ্ভ্রান্ত পথিক!
অজানা অচেনা পথে চলেছে
জানেনা তার মঞ্জিল কোথায়!
বেলা যে পড়ে এলো বলে!
অনিশ্চিত ভয় আর আতংক
তাকে ঝেকে ধরছে চারদিকে!
সে যেন দিকভ্রান্ত পথিক!
নিজেই নিজের দিশা জানেনা
তাই দিগন্তের যেখানটায় লাল
সেখানেই মিলিয়ে যেতে চায়!
18
View