বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ দেশ থেকে বন্ধু শফিকের ফোন আসলো। সে আবার একটু প্রগতিবাদী মানুষ, আমাদের মতো দুর্বল ধার্মিক না। অনেক কথার ফাকে সে জিজ্ঞেস করলো জাপানে মদ পাওয়া যায় কি-না।
বললাম যে আমার বাসার নিচতলাতেই একটা ওয়াইন এর দোকান আছে। আর আমি দোতলায় থাকি। সে জানতে চাইলো, কখনো খেয়ে দেখেছি কি-না।
জানালাম, এসব পচা খাবার আমি খাইনা। আমার একটা ভ্যালু আছে।
সে ব্যাঙ্গ করে বললো,"খাইবা কেন? তোমরা তো জান্নাতে গিয়ে ইচ্ছেমতো মদ-গাঞ্জা খাইবা।"
বললাম,"কে বলেছে তোমাকে যে জান্নাতে গিয়ে আমরা মদ-গাঞ্জা খাবো?"
সে উত্তর দিলো,"তোমাদের ধর্মগ্রন্থেই আছে। সেখানে বলা আছে, আখিরাতে যত চাও তত পাইবা।"
আমি বললাম,"দেখো ভাই। জান্নাত একটা পবিত্র স্থান। সেখানে অপবিত্র কিছুই থাকবেনা। আর সেখানে তারাই যাবে যাদের আত্মা পবিত্র।"
শফিক বললো,"তোমাদের ধর্মগ্রন্থ পড়ে দেখো ভালো করে।"
বললাম,"কোরানে বলা হয়েছে 'শারাবান তহুরা'র কথা। এটা তো মদ না৷ মিষ্টি স্বাদযুক্ত সুগন্ধি পানীয়, যা খেলে নেশা হওয়ার প্রশ্নই আসেনা। এটা জান্নাতী পানীয় যার স্বাদ দুনিয়াবী কোন কিছুর সাথে তুলনা করা যাবেনা। আমরাও তো বাসায় মেহমান আসলে শরবত দিয়ে আপ্পায়ন করি, সেটা তো আর মদ না।"
শফিক কথার প্রসঙ্গ বদলে বলে উঠলো,"জান্নাতে গেলে তোমরা অনেক নারী পাবে মনোরঞ্জন করার জন্য। এটা তো মিথ্যে না।"
বললাম,"কথার প্রসঙ্গ বদলে ফালাইওনা। ওই প্রসঙ্গেও কথা বলা যাবে। আগে এটা শুনে রাখো ভালো করে। জান্নাত পবিত্র যায়গা, সেখানে সব পবিত্র জিনিস থাকবে। সেখানে যারা যাবে তারাও পবিত্র আত্মার অধিকারী হবে।"
15
View