গোপন ঢেউ
...... স্বপন বিশ্বাস
তোমার ছোঁয়ায় জেগে ওঠে
আমার শরীরের প্রতিটি ঘুমন্ত বর্ণমালা,
হৃদয়ের গভীর থেকে উঠে আসে
এক অদম্য উষ্ণ ব্যাকুলতা।
তোমার ঠোঁট নেমে আসে
আমার বুকের নরম আলোর দেশে,
শ্বাসের ভেতর জমে ওঠে ঝড়—
অচেনা, বুনো, উত্তপ্ত স্রোত।
তোমার চুম্বনের দাহে
আমি খুলে যাই অন্ধকার ফুলের মতো,
দেহে দোলা লাগে—
অবিরাম নদীর স্রোতে হারিয়ে যাওয়া পাতার মতো।
তোমার হাতের উষ্ণ ভাষা
আমাকে তাড়িয়ে নেয় সীমার বাইরে,
আমি কাঁপতে কাঁপতে তোমার কাছে
নিজেকে সঁপে দিই পুরোপুরি।
17
View