গোপন দহন
…… স্বপন বিশ্বাস
তুমি যখন নিঃশ্বাস নিয়ে
আমার কানের কাছে থামো,
মুহূর্তেই সারা দেহে
একটা বুনো আগুন ছড়িয়ে পড়ে।
তোমার আঙুল
আমার ত্বকে নামায় ধীর আলোর ঝড়,
আমি থরথর করি—
কোথায় শেষ, কোথায় শুরু বুঝে উঠতে পারি না।
তোমার ঠোঁটের গরম ছোঁয়ায়
আমার ভিতরটা কেঁপে ওঠে,
আমি তোমাকে কাছে টেনে
ফিসফিস করি—
“এভাবে না… আরও গভীর হও…”
তুমি যখন খুব ধীরে
আমাকে জড়িয়ে ধরো,
দেহের ভেতর জমে ওঠা কামনার স্রোত
নিয়ে যায় আমাকে অচেনা অন্ধকারে।
সেই অন্ধকারে
শুধু দু’জনের তপ্ত শ্বাস,
একটা মাত্র অনুভূতি—
শরীরের জ্বালা ছাড়া আর কিছুই নেই।