Posts

কবিতা

মহাবিদ্রোহী

June 5, 2024

আবদুল্লা আল মামুন (রিয়েল আবদুল্লাহ)

Original Author রিয়েল আবদুল্লাহ

94
View

মহাবিদ্রোহী



 

কলম থরথর কেঁপে ওঠে,

কিছুতেই কলমের ডগা বেয়ে বের হয় না কবিতা


 

আসমান জমিন কতদিন শোনে না সেই হুংকার 

—খামোশ।


 

এখন আরেকটা মানুষ চাই

যে আঙুল তোলে বলবে হিস্যা চাই ন্যায্য হিস্যা

নইলে বলবে— খামোশ।


 

টেকনাফ হতে তেতুলিয়া

পদব্রজে চাইবে আমার নদী আমাকে দাও

জলের হিস্যা চাই জলের হিস্যা

সব নদী শুকিয়ে মরা খাল

জলহীন হয়ে যাবে এই দেশ এই মাটি একদিন। 


 

অধিকার চাই অধিকার 

বেঁচে থাকার প্রাপ্য অধিকার। 


 

সে চাওয়ার নেতৃত্ব কে দেবে?

এখন আরেকজন মানুষ চাই

যে আমার হয়ে কথাগুলো বলবে তোমাদের কাছে।


 

আমার অধিকার ফিরিয়ে দেবে

বলবে—আমাদের কথা তোমাকে শুনতেই হবে,

আঙুল তোলে বলবে খামোশ। 



 

Comments

    Please login to post comment. Login