পোস্টস

কবিতা

মহাবিদ্রোহী

৫ জুন ২০২৪

আবদুল্লা আল মামুন (রিয়েল আবদুল্লাহ)

মূল লেখক রিয়েল আবদুল্লাহ

মহাবিদ্রোহী



 

কলম থরথর কেঁপে ওঠে,

কিছুতেই কলমের ডগা বেয়ে বের হয় না কবিতা


 

আসমান জমিন কতদিন শোনে না সেই হুংকার 

—খামোশ।


 

এখন আরেকটা মানুষ চাই

যে আঙুল তোলে বলবে হিস্যা চাই ন্যায্য হিস্যা

নইলে বলবে— খামোশ।


 

টেকনাফ হতে তেতুলিয়া

পদব্রজে চাইবে আমার নদী আমাকে দাও

জলের হিস্যা চাই জলের হিস্যা

সব নদী শুকিয়ে মরা খাল

জলহীন হয়ে যাবে এই দেশ এই মাটি একদিন। 


 

অধিকার চাই অধিকার 

বেঁচে থাকার প্রাপ্য অধিকার। 


 

সে চাওয়ার নেতৃত্ব কে দেবে?

এখন আরেকজন মানুষ চাই

যে আমার হয়ে কথাগুলো বলবে তোমাদের কাছে।


 

আমার অধিকার ফিরিয়ে দেবে

বলবে—আমাদের কথা তোমাকে শুনতেই হবে,

আঙুল তোলে বলবে খামোশ।