দুজন বসে গল্প করছিলাম।
আমার কথা মাঝখানে শফিক লাফ দিয়ে বলে উঠলো,"আপনাদের ইসলামে তো অন্য ধর্মের মানুষের সম্পদ দখল করার হুকুম আছে।"
বললাম,"কি কও? আর সেটা আমি জানিনা?"
সে বলল,"খোজ নিয়ে দেখেন।"
হেসে বললাম,"নবীজি সা: হিজতরতের সময় আলী রা: কে উনার ঘরে কেন রেখে এসেছিলেন তা জানো তো?"
সে উত্তর দিলো,"হ্যা। সেটা শুনেছি।"
আমি যোগ করলাম,"আমানতসমূহ মানুষকে পৌছে দেয়ার জন্য। মানুষ তাকে বিশ্বাস করে তার কাছে অনেক সম্পদ আমানত রাখত।"
শফিক বলে উঠলো," কিন্তু আপনি দেখেন, মুসলিমরা অন্যের সম্পদ দখল করে খাচ্ছে দুনিয়া জুড়ে। বিশেষ করে দুর্বল অমুসলিমদের সম্পদ বেদখল করে নিচ্ছে।"
তার কথার উত্তরে বললাম,"মুসলিমরাও মানুষ। তাই তারা ভুল করছে-অন্যায় করছে-অপরাধ করছে। এটা ইসলামের শিক্ষা না।"
সে জিজ্ঞেস করলো,"এটা করলে তাদের কোন শাস্তি আছে? নাকি মুসলিম বলে শাস্তি নেই?"
উত্তর দিলাম,"হ্যা, শাস্তি তো আছেই। বিচার দিবসে নবীজি সা: তাদের বিরুদ্ধে নিজে মামলা করবেন বলেছেন যারা অমুসলিমদের সম্পদ অন্যায়ভাবে ভগ-দখল করেছে, অমুসলিমদের হক নষ্ট করেছে বা তাদের ক্ষতি করেছে।"
শফিক বললো,"অনেক দাড়ি-টুপিওয়ালা লোকও অন্যের সম্পদ ভোগ করে খাচ্ছে।"
বললাম,"দাড়ি-টুপি থাকলেই তো কেউ ধার্মিক হয়ে যায়না। এদেশের অধিকাংশ মানুষই ধর্ম সম্পর্কে কম জানে। বেশি জানার আগ্রহও তাদের নেই। তারা ভাবে নামাজ পড়লে আর রোজা রাখলেই হলো। তারপর অন্যের সম্পদ দখল করে খায়।"
সে আবার জিজ্ঞেস করলো,"গনিমতের মালের কথা বলেন, এটা কি ভালো কিছু?"
বললাম,"আরে ভাই। যুদ্ধ জিনিসটাই এমন। বিজয়ী পক্ষ বিজিতদের সম্পদ নিয়ে নিবে। সেটা মুসলিমরা হারলেও৷ তবে মুসলিমরা আল্লাহর জন্য লড়াই করলে বিজয়ী তারাই হওয়ার কথা আল্লাহর রহমতে।"