গভীর ডাকে ডুবে যাই
…….স্বপন বিশ্বাস
আমি গলে পড়ি তোমার দেহের উত্তাপে,
ঠিক তখনই তুমি থেমে থেমে বলো—
“এসো… আরও নিচে,
আরও গভীর সেই অদেখা অন্ধকারে নামো…”
তোমার কণ্ঠের ভিতরে
যে নরম কম্পন ভেসে আসে,
তা আমার শিরায় শিরায়
জ্বালিয়ে তোলে এক বুনো স্পন্দন—
মনে হয় তুমি শব্দ দিয়ে
আমার ত্বকের ভেতর আলো জ্বেলে দিচ্ছো।
তুমি যখন
একচুল কাছে এগিয়ে ফিসফিস করো,
দেহের ভেতরে জমে থাকা
সব শীতলতা ভেঙে গিয়ে
একটা গরম ঢেউ ছুটে ওঠে—
যেন তুমি আমায়
নিজের গভীরে টেনে নিতে চাও
বিনা স্পর্শেই।
আর আমি…
চোখ বন্ধ করে
সেই ডাকে, সেই আগুনে
ধীরে ধীরে আরও ডুবে যাই—
নামতে থাকি তোমার চাওয়া-গহিনে,
যেখানে শুধু নিঃশ্বাস আর নেশার
উষ্ণ গোপন স্রোত বয়ে যায়।