রেস্তোরাঁয় বসে খাচ্ছিলাম। আমার সাথে বন্ধু হাবিব আর তার ছোট ভাই ফজা পাগলা। কথা প্রসঙ্গে ফজার পড়াশোনার বিষয়টি সামনে চলে এলো। পড়াশোনা রেখে রাতে মোবাইল নিয়ে পড়ে থাকে সে।
হঠাৎ করে হাবিবের মনে পড়ে গেলো, গত রাতে সে এক ভিন্ন ধর্মাবলম্বী মেয়ের সাথে কোন একটা পোস্টের কমেন্ট বক্সে ঝগড়া করেছে।
আমিও দেখেছি। কিন্তু কিছু বলিনি। ঝগড়ার চেয়ে গালাগালিই হয়েছে বেশি। ধর্মীয় বিষয়েই ঝগড়াটি হয়েছে। ফজা খুব ভাব নিচ্ছিলো যে সে মেয়েটিকে নাস্তানাবুদ করে ছেড়েছে।
মেয়েটির ধর্ম নিয়ে এবং ব্যক্তিগত বিষয়ে অনেক গালি দিয়েছে সে।
আমি বললাম,"তুমি গালাগালি করেছো। এটা নিয়ে এত গর্ববোধ করার কিছুই নেই।"
ফজা বললো,"ভাই। গালি কিন্তু আমি শুরু করিনি। সেই প্রথমে আল্লাহ এবং তার রাসুলকে গালি দিয়েছে।"
বললাম,"ঠিক আছে। কিন্তু তোমাকে কে এই দায়িত্ব দিয়েছে যে তুমি ওদেরকে গালাগাল দিয়েছো?"
হাবিব বললো,"তুমি কি জানোনা যে গালি দেয়া কবিরা গুনাহ?"
ফজা বললো,"জানি। কিন্তু তখন তো মাথা গরম ছিলো।"
আমি বললাম,"তোমার জেনে রাখা উচিত। কোরানের সুরা আনআম এর ১০৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "আল্লাহকে ছেড়ে তারা যাদের ইবাদত করে, তোমরা তাদের গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দেবে"।
হাবিব বললো," অন্ন ধর্মকে গালি দেয়ার কারণে ততটাই গুনাগার হবে যতটা ইসলামকে গালি দিলে হতে।"
ফজা জিজ্ঞেস করলো,"তাহলে কিভাবে এদের সাথে কথা বলবো? এরা তো কিছুই বুঝেনা-জানেনা। ইসলামকে, আল্লাহকে, রাসুল সা: কে গালি দিয়ে বসে।"
আমি বললাম,"দেখো। তুমি ছোট মানুষ। ধর্মীয় বিষয়ে আরো জানো। তারপর বিতর্কে যেতে পারো। এখন তো তুমি নিজেই বিভ্রান্ত। কোন বিষয় ভালো করে না জেনে কারো সাথে পন্ডিতী দেখাতে যেওনা। তাহলে, এমন গালাগালেই সব শেষ হবে।"
ফজা জিগ্যেস করলো,"কিভাবে কথা বলা উচিৎ ছিলো আমার?"
আমি বললাম,"কোরানের সুরা নাহল এর ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন,"আপনি আপনার রবের পথে ডাকুন প্রজ্ঞা ও উত্তম উপদেশ সহকারে এবং তাদের সাথে বিতর্ক করুন যা উত্তম পন্থায়। আপনার রবই ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে আছে সঠিক পথে।"
এবার ফজা বললো,"জি ভাই। ভুলটা বুঝতে পেরেছি। এখন কি করা যায়? আমি তো গুনাহ কামাই করে ফেলেছি?"
হাবিব বললো,"ওই মেয়ের কাছে ক্ষমা চাইবে। আর বুঝিয়ে বলবে যে, গতরাতে তার সাথে যে আচরণ করেছো সেটা ইসলামের শিক্ষা নয়। তুমি যদি ইসলামের সৌন্দর্যকে নিজের মাঝে ধারণ করতে পারো, তবে তা দেখেই মানুষের মাঝে ইসলাম সম্পর্কে ভুলগুলো ভাঙ্গবে।
আমি আবার মজা করে বললাম,"দেইখো ভাই। মেয়ে মানুষ পেয়ে আবার খেজুরে আলাপ জুড়ে দিওনা।"
7
View