সুমন ভাই এর ছেলের আকিকা। দাওয়াত রক্ষা করতে চলে আসলাম। সুন্দর আয়োজন আলহামদুলিল্লাহ। ছেলের বয়স অবশ্য এক বছরের মতো হবে। বিশ্ববিদ্যালয় জীবনের বড় ভাই উনি। আমাকে অত্যন্ত স্নেহ করেন। তাই তার যেকোন ফাংশনে আমাকে দাওয়াত দিবেনই।
খাওয়া দাওয়ার পর ভাইএর ছেলে দেখার জন্য বাসার ভিতরে গেলাম। কিন্তু ছেলের তার দাদার কোলে, বাইরেই আছে। আমি হয়ত খেয়াল করিনি।
আংকেল খুব মজার মানুষ। তার নাতিকে নিয়ে মজা করছেন। সবাইকে দেখাচ্ছেন। সবার সাথে কথা বলছেন।
তো উনি নাতিকে দোলাচ্ছেন। অনেক জোরে দোলাচ্ছেন। মাঝে মাঝে শুন্যে ছুড়ে মারছেন। উনার নাতিও মজা পাচ্ছে। সে হাসছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। উনার কাছ থেকে কোলে নেয়ার বাহানায় আমার কাছে নিয়ে নিলাম।
তারপর আসতে করে বললাম,"আপনি যেভাবে ওকে দোলাচ্ছেন, আমি ভয় পেয়ে গেছিলাম।"
আংকেল হেসে বললেন,"আরে কত বাচ্চা বড় করেছি। বয়স কি এমনিতে হয়েছে? পড়ে যাবেনা।"
বললাম,"পড়ে যাওয়াটাই একমাত্র ব্যাপার না।"
বাচ্চাটার মাথার মাঝখানে উনাকে দেখালাম। স্পষ্ট বুঝা যায়, মস্তিষ্ক নড়াচড়া করছে।
বললাম,"কোন কারণে মস্তিষ্কের এই অংশে ঝাকি লাগলে বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে।"
আংকেল এবার একটু বুঝতে পারলেন। তাই জিজ্ঞেস করলেন কি ধরনের সমস্যা হতে পারে।
বললাম,"মস্তিষ্কে আঘাত লাগলে বা ঝাকি লাগলে বাচ্চারা মানসিকভাবে সমস্যায় পড়তে পারে বা মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে বা বোকাসোকা হতে পারে।"
আংকেল হেসে বললেন,"বলো কি? এমন কারো হয়েছে?"
বললাম,"মানসিকভাবে দুর্বল এবং বোকাসোকা ছেলে জীবনে কম দেখেছেন? কি কারণে হয়েছে সেটা কে জানে? তাছাড়া, আপনার হাতের আঘাত লেগেও ক্ষতি হতে পারে।"
উনি এবার ভালো করেই বুঝতে পেরেছেন আশা করি। আমাকে ধন্যবাদ জানালেন বুঝিয়ে বলার জন্য। সেই সাথে এটাও বললেন যে সবাইকে উনি এই বিষয়ে সাবধান করে দিবেন।
5
View