সোহেল খেয়াল করলো তার ছোট ভাই রাখাল পড়শোনায় খারাপ করছে আজকাল। তাই তাকে ডেকে কারণ জিজ্ঞেস করলো সে।
ছোট ভাই জানালো সে মোবাইলের আসক্তি থেকে বের হতে পারছেনা। সত্য কথাটাও বলে দিলো৷ সে আসলে অশ্লীল ভিডিও দেখার নেশায় পড়ে গেছে। হয়ত পর্ন ভিডিওও দেখছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসবে অনেক অশ্লীল ভিডিও। তার ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়।
নিজেই স্বীকার করলো যে, সে আজকাল কোন মেয়েকেই ভালো মেয়ে হিসেবে দেখতে পারেনা। এসব অশ্লীল ভিডিও তার মানসিকতা খারাপ করে দিয়েছে।
সিনেমার সম্মানিত অভিনেত্রীদের অসম্মানজনক ভিডিও দেখে সে নারীকে সম্মান করতে পারছেনা। যারা শরীর দেখিয়ে টাকা কামাই করে তারাই সমাজে সম্মানিত হচ্ছে, যা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত হাস্যকর।
সোহেল জিজ্ঞেস করলো,"এসব দেখে কি শান্তি পাও?"
রাখাল বললো,"শান্তি কখনোই পাইনা। যতই দেখি আরো দেখতে মন চায়। এভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায়। পড়াশোনায় মনোযোগ আসেনা।"
সোহেল বললো,"তুমি এসব দেখে কখনোই শান্তি পাবেনা। ক্ষুধা আরো বাড়বে। উপায় একটাই আছে, আর সেটা হলো বিয়ে করা। আগে নিজের পায়ে দাড়াও, বিয়ের ব্যবস্থা আমি করে দিবো। ভালো মেয়ে খুজে দিবো।"
তবে ভালো বিষয় হলো, রাখাল এই সমস্যা হতে বের হতে চাচ্ছে। মোবাইল দিয়ে পড়াশোনা করে, তাই মোবাইল ছাড়তেও পারছেনা।
সোহেল বললো,"যখনই খারাপ কিছু মাথায় আসবে, তখন আসতাগফিরুল্লাহ পড়বে। অথবা আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম পড়ে তিনবার বাম পাশে থুথু ছিটাবে। আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবে।"
রাখাল বললো, "ঠিক আছে।"
সোহেল আবার বললো,"মনে রাখবে। আল্লাহ অশ্লীলতার জন্য শাস্তি শুধু পরকালেই দিবেন না, ইহকালেও দিবেন। তাই এখনই সাবধান হও।"
এরপর সে কোরানের নিচের আয়াতগুলো একটা কাগজে লিখে রাখালের পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে দিল এবং একটু পর পর এগুলো পড়ার জন্য বলে দিলো।
"নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।"
(সুরা নিসা- ৫৮)
"তোমরা যা কর আল্লাহ তা দেখেন।"
(সুরা আনফাল - ৭২)
"তোমরা যা কিছু কর তিনি তা ভালভাবেই দেখেন।"
(সুরা হুদ - ১১২)
"আর আল্লাহ তো সব কিছু শোনেন, সব কিছু দেখেন।" (সুরা হজ্জ - ৬১)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা হজ্জ - ৭৫)
"তোমার প্রতিপালক সবকিছু দেখেন।"
(সুরা ফুরকান - ২০)
"যিনি তোমাকে দেখেন যখন তুমি (নামাযের জন্য) দন্ডায়মান হও।"
(সুরা শু'আরা- ২১৮)
"আর (তিনি দেখেন) সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফিরা।"
(সুরা শু'আরা- ২১৯)
আল্লাহ তাঁর বান্দাহদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন।"
(সুরা আনকাবুত - ৩১)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা মুমিন - ২০)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা মুমিন - ৫৬)
"তোমরা যা কর তিনি তা খুব ভালভাবেই দেখেন।"
(সুরা ফুসসিলাত - ৪০)
"তিনি সব শুনেন, সব দেখেন।" (সুরা শূরা - ১১)
"তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।" (সুরা ফাতহ- ২৪)
'আসমান ও যমীনের গোপন বিষয়ের খবর আল্লাহই জানেন। তোমরা যা কর আল্লাহ তা দেখেন।" (সুরা হুজরাত-- ১৮)
"তোমরা যে কাজই কর না কেন, আল্লাহ তা দেখেন।"
(সুরা হাদিদ --৪)
'ক্বিয়ামতের দিন তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তানাদি তোমাদের কোনই উপকারে আসবে না। (নিজ নিজ ‘আমালের ভিত্তিতে) আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।"
(সুরা মুমতাহানা - ৩)
"তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির, কেউ মু’মিন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।" (সুরা তাগাবুন- ২)
35
View