Posts

গল্প

খুন করেও কি কেউ জান্নাতে যাবে?

December 17, 2025

Md. Anwar kadir

21
View

কথা প্রসঙ্গে নাসির বলে বসলো,"ভাই। ইসলামে কেউ খুন করেও জান্নাতে চলে যাবে। আর অবিশ্বাসী ভালো মানুষ জান্নাতে যেতে পারেনা।"
ওরা কথা শুনে হাসলাম। 
জিজ্ঞেস করলাম, "তোমার কি হিংসা হয়?"
সে জিজ্ঞেস করলো,"এখানে ন্যায়বিচার কোথায়, আমাকে দেখান?"
উত্তরে বললাম,"যে ব্যক্তি জান্নাত বলে কিছু আছে সেটা বিশ্বাস করেনা সে কিভাবে জান্নাতে যাবে? আমি কি তাকে জোর করে জান্নাতে দিবো?"
নাসির হাসলো।
আবার বললাম,"কেউ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেটা শুধু আল্লাহ জানেন।"
নাসির জিজ্ঞেস করলো,"আপনি বলতে পারেন না কেন?"
বললাম, "সবকিছুই আল্লাহর হাতে। মানুষ ততটুকু বলতে পারেন যতটুকু আল্লাহ জানিয়েছেন।"
নাসির হাসলো এবং আবার বললো,"খুন করে কেউ কিভাবে জান্নাতে যায় সেটা বলেন?"
বললাম,"আমাদের দুটো হক আছে। আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক হচ্ছে তার নির্দেশ মেনে চলা। যেমন:- নামাজ, রোজা, হজ্জ, জাকাত ইত্যাদি। এসব নির্দেশ অমান্যকারীকেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এটা তার দয়া উপর৷ কিন্তু আমি অন্য কারো হক নষ্ট করলে তা আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি একটা কথা দিয়ে কষ্ট দিলেও ওই ব্যক্তির কাছ থেকেই ক্ষমা নিতে হবে। এই দুনিয়ায় ক্ষমা না নিলে বিচার দিবসে আমার নেকি থেকে কেটে নিয়ে তার নামে যোগ করা হবে। নেকি না থাকলে তার গুনাহ আমার উপর চাপানো হবে।"
সে মাথা চুলকালো আর বললো,"কেউ খুন করলে কি হবে?"
বললাম,"দেখো। আল্লাহ নিজ গুনে হত্যাকারীকে ক্ষমা করে দিতেও পারেন যদি উপযুক্ত কারণ থাকে। সেটার আল্লাহর ইচ্ছা। কিন্তু সে যে ব্যক্তিদের ক্ষতি করেছে তাদের সবার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সেটা আল্লাহ ক্ষমা করবেন না। আর ক্ষমা না পেলে জান্নাতে যাবে কিভাবে?"

এবার সে জিজ্ঞেস করলো,"তার মানে হত্যাকারী ব্যক্তি জান্নাতে যাবে না?"

উত্তর দিলাম,"এটাও আমি বলবো না। সে যদি ক্ষতিগ্রস্ত সবার কাছ থেকে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে কেবল তখনই সে জান্নাতে যাওয়ার কথা। 

দেখা গেলো, হয়ত বাকি জীবনে সে এত ভালো কাজ করেছে যে সে অনেক নেকি পেয়েছে এবং সবার কাছ থেকে ক্ষমা পেয়েছে। তখন তো সে ক্ষমা পেয়ে যেতে পারে।"

Comments

    Please login to post comment. Login