Posts

গল্প

অহংকার শয়তানের প্রকৃতি

December 17, 2025

Md. Anwar kadir

27
View

মাঠের এক কোণে বসে আছি আমি আর আমার ভাগিনা। গল্প করছি আর বাদাম চিবুচ্ছি আমরা। 
এমন সময় অন্য ধর্মের কয়েকজন নারী আমাদের পাশ দিয়ে চলে গেলেন। ভাগিনা তাদের দেখে নাক শিটকালো, বিরবির করে কিছু বললো। নাক শিটকানোর কারণ জিজ্ঞেস করলাম। 
ভাগিনা অহংকার করলো এবং বললো যে লোকগুলো তার মতো মুসলিম নয়। ওরা তো জাহান্নামে যাবে।
বললাম,"কিভাবে শিউর হলে?"
ভাগিনা বললো,"যেহেতু ওরা মুসলিম নয়, তাই ওরা জান্নাতে যাবে না। আমরা যেহেতু মুসলিম, তাই আমরা জান্নাতে যাবো। তাই অহংকার বোধ করি"।
বললাম,"দেখো। তোমার জানা উচিৎ যে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তা সম্পূর্ণ আল্লাহর হাতে। তুমি এখন মুসলিম আছো এটা যেমন ভালো, তার সাথে এটাও গুরুত্বপূর্ণ যে মৃত্যুর সময় ইমান থাকতে হবে। আর মৃত্যুর পূর্বে আল্লাহ যদি উনাদের কবুল করে নেন তাহলে তো উনারাও জান্নাতে যাবেন, তাইনা?"
ভাগিনা গাড় নেড়ে সায় দিলো।
বললাম,"অহংকার করোনা। এটা শয়তানের কাজ ছিলো। অহংকার করেই সে আল্লাহর কাছ থেকে চিরকালের জন্য লানত প্রাপ্ত হয়েছে। অথচ একটা সময় তারও ইমান ছিলো। আল্লাহ তোমাকে মুসলিম করেছেন তাই তার কাছে শুকরিয়া আদায় করো। ইমান নিয়ে যেন বাচতে পারো আর মৃত্যুর সময় যেন ইমান নিয়ে মরতে পারো তার জন্য দোয়া করো।"
ভাগিনা একটু লজ্জিত হলো তার কৃতকর্মের জন্য।

Comments

    Please login to post comment. Login