Posts

কবিতা

পথের ডাক: ভ্রমণ মানেই নিজের খোঁজ

December 17, 2025

Md Jamal Uddin

57
View

পথের ডাক: ভ্রমণ মানেই নিজের খোঁজ 

ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়—
ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ আর নিজের অচেনা রূপকে আবিষ্কার করা।
যখন শহরের কোলাহল পেছনে ফেলে অজানার পথে হাঁটি, তখন মনটা হালকা হয়ে যায়।

পাহাড়ের ঢালে মেঘেরা কথা বলে,
সমুদ্র শেখায় ধৈর্যের গান।
বিদেশ ভ্রমণ হোক বা দেশ ঘোরা,
প্রতিটি যাত্রাই জীবনকে করে সমৃদ্ধ ও প্রাণবন্ত।

একটি ভিসা, একটি পাসপোর্ট,
আর এক বুক স্বপ্ন—
এই নিয়েই শুরু হয় ট্রাভেল জার্নি।
অচেনা দেশে এক কাপ চা,
অজানা মুখের হাসি—
ভ্রমণ তখন শুধু রাস্তা নয়, হয়ে ওঠে গল্পের বই।

ভ্রমণ মানুষকে শেখায় সহনশীলতা,
সংস্কৃতি শেখায় সম্মান আর মানবতা।
নতুন শহরে হাঁটতে হাঁটতে
নিজেকেই নতুন করে চিনে নেওয়া যায়।

ফিরে আসা হয় ঠিকই,
কিন্তু মন পড়ে থাকে কোনো পাহাড়ে,
কোনো বিমানবন্দরের জানালায়,
অথবা কোনো বিদেশি সন্ধ্যার আলোয়।

ভ্রমণ মানে পালিয়ে যাওয়া নয়—
ভ্রমণ মানে বেঁচে থাকার গভীর অর্থ খুঁজে পাওয়া।


 

Comments

    Please login to post comment. Login