মাঝে মাঝে বুঝতে পারিনা
আমি কি সত্যিই আমি?
নাকি অন্য কেউ?
আমিই কি জীবন যাপন করছি?
নাকি এটা অন্য কারো জীবন?
নাকি কোন উতসুক বালকের
মহাকালের গহীন পথে
এক মহাজাগতিক যাত্রা?
কখন শুরু হয়েছে তার
কিছুই বুঝতে পারিনি;
হয়ত কিছু বুঝার আগেই
তা শেষও হয়ে যাবে!
একদিন তো দেখা হবেই
সেই সে মহা কারিগরের সাথে;
সেদিন তিনি মিলিয়ে দিবেন
আমার যত অমিমাংসিত হিসাব!