পোস্টস

সমালোচনা

পাব্লিকে খায়!

৫ জুন ২০২৪

সাজ্জাত হোসেন

সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেইসবুকে স্ক্রল করলেই বোঝা যায় পাব্লিকের কিসের প্রতি আগ্রহ বেশি।

সংস্কৃতির অপব্যবহার, অবৈধ কর্মযজ্ঞ, ফাতরামি, বেহায়ামি, উশৃংখল জীবন যাপন পাব্লিক বেশি পছন্দ করে ও খায় বেশি। ইদানীং তো প্রাইড প্যারেট শুরু করছে, রংধনু বানিয়ে পৃথিবীর বুকে প্রমোট করছে তারা একটা নতুন ক্রস ব্রিড জাত হিসেবে। এতো সবের মাঝে আমি এক হতভাগা ফেইসবুকের এলগোরিদম অনুযায়ী নিউজফিডে আমার জায়গাটা ধরে রাখতে পারি না। রিয়েক্টের কথা তো বাদেই দিলাম।

মানুষ এখন অলস, পড়ার চেয়ে চকচকে-ধবধবে ছবি বা ভিডিও বেশি পছন্দ করে। আর ছবি বা ভিডিও যদি চোখে লেগে যায়, তখন শেয়ারের অভাব হয় না।

আসলেই আমাদের রুচির বড্ড অভাব। 
আমার মনে হয়, আমরা রুচির দুর্ভিক্ষে ভুগছি।