Posts

বিশ্ব সাহিত্য

তুমি আমার হলে

December 20, 2025

Swapon Biswas

27
View

তুমি আমার হলে 

…….
আমি তোমার বুকে এঁকে দেব
অকৃত্রিম ভালোবাসার নীলাকাশ—
রাতের কালো ক্যানভাসে
যেখানে চাঁদও নিঃশব্দ দর্শক।
আমার ঠোঁটের উষ্ণতায়
ধীরে জেগে ওঠে
গোপন স্পন্দনের ইতিহাস,
শব্দহীন, তবু প্রবল।
তুমি উড়বে না—ভাসবে গভীর রাতে,
আমার বুকে মাথা রেখে
নিঃশ্বাসে নিঃশ্বাসে মিলিয়ে যাবে দেহের ভাষা—
যার কোনো ব্যাকরণ নেই।
আমার আঙুলের নীরব ছোঁয়ায়
তোমার ভেতর জ্বলে উঠবে
আলো-আগুনের মৃদু দ্বন্দ্ব,
ভালোবাসা আর কামনা
একই অন্ধকারে হাত ধরে হাঁটে।
সেই রাতঘন মৌনতায়
লেখা হবে নতুন ইতিহাস—
যেখানে দেহ পাপ নয়,
বরং হৃদয়েরই অন্ধকারে ফোটা।

Comments

    Please login to post comment. Login