Posts

গল্প

আল্লাহর জন্য মুসলমানদের সম্পদের মালিক হওয়া উচিৎ

December 22, 2025

Md. Anwar kadir

18
View


তাবলীগের এক ভাইএর সাথে সুমনের দেখা হয়ে গেলো। তার সাথে দ্বীনি বিষয়ে কথাবার্তা বলতে সুমনের খুব ভালোই লাগে।
সুমন তাবলীগের কাজকর্ম খুব পছন্দ করে। সে নিজেও সুযোগ পেলে তাদের সঙ্গী হয়। তারা প্রধানত মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করে। এটারও প্রয়োজনীয়তা রয়েছে। কারণ মুসলমানদের মাঝে বড় একটা অংশ ইসলামের প্র‍্যাক্টিস থেকে সরে যাচ্ছে। 
তবে তাদের ছোট খাটো সমস্যা নিয়ে সে সমালোচনাও করে।
তাবলীগের ভাইটি তাকে বোঝাচ্ছিলেন যে, মুসলিমরা দুনিয়াবী সম্পদের পেছনে ছুটবেনা। মুসলমানদের এত সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নেই। 
সুমন এই কথাটার সাথে আংশিক একমত হতে পারলেও দ্বিমত পোষণ করে৷ সে ভাইটিকে তার মতামত বুঝিয়ে বলে। আল্লাহ যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়ে রেখেছেন পৃথিবীতে, তারপরও অনেকেই অভাবী। বর্তমান বিশ্বে এত সম্পদ থাকার পরেও মানুষ না খেয়ে মরে। 
কারণ যাদের হাতে সম্পদ আছে তারা হয়ত অমুসলিম অথবা দুনিয়াপ্রেমী মুসলিম। যদি এই সম্পদ প্রকৃত আল্লাহপ্রেমী মুসলিমের হাতে পড়ে তবে পৃথিবীতে কোন অভাব থাকবেনা। সঠিক এবং সুষম বন্টন হবে।
এবার তাবলীগের ভাইটিও সুমনের সাথে একমত হলেন। 
সুমন তাকে সাহাবীদের উদাহরণ দিলো। বিশেষ করে সাহাবী আব্দুর রহমান বিন আউফ রা:। তারা যখন সম্পদের মালিক হয়েছেন তখন চারদিকে সেই সম্পদ বিলিয়ে দিয়েছেন।
ভাইটি স্বীকার করলেন যে, মুসলিমরা অনেক ক্ষেত্রেই তাদের মেধার সঠিক ব্যবহার করছেনা। চাকরির পেছনে, চাকর হওয়ার জন্য। 
অথচ সাহাবীগণ ব্যবসায় করে ধনী হয়েছিলেন। 
আমরা তাদের আদর্শ ধারণা করিনা বলেই আমরা সম্পদের মালিক হতে পারিনা। 
তাছাড়া, মুসলিম ব্যবসায়ীরা ঠিকমতো সম্পদের হক আদায় না করার কারণে তাদের বরকতও আসেনা।
মুসলমানদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর জন্য হওয়া উচিৎ। এমনকি আল্লাহর জন্য তাদের সম্পদের মালিক হওয়া উচিৎ এবং সে সম্পদের সঠিক বন্টনের মাধ্যমে তার হকও আদায় করা উচিৎ।

Comments

    Please login to post comment. Login