প্রায়ই নিজের সাথে হাটি
নিজের কথা বলি মন খুলে
কেউ তা শোনেনা পায়না!
বাইরের আওয়াজ তখন
বাধা হয়ে আসতে পারেনা!
হেটে যাই দূর থেকে বহুদূরে,
তবুও দীগন্ত ধরা দেয়না,
সে আরো দূরে সরে যায়!
মাঝে মাঝে দীগন্তের ওই
লাল সীমানায় হারিয়ে
যেতে খুব করে মন চায়!
প্রায়ই নিজের সাথে হাটি
নিজের কথা বলি মন খুলে
কেউ তা শোনেনা পায়না!
বাইরের আওয়াজ তখন
বাধা হয়ে আসতে পারেনা!
হেটে যাই দূর থেকে বহুদূরে,
তবুও দীগন্ত ধরা দেয়না,
সে আরো দূরে সরে যায়!
মাঝে মাঝে দীগন্তের ওই
লাল সীমানায় হারিয়ে
যেতে খুব করে মন চায়!