Posts

কবিতা

তুমি মোরে ছেড়ে গেলে।

December 23, 2025

Shafin pro

20
View

তুমি মোরে ছেড়ে গেলে ।

 আমি তোমাকে ছেড়ে যেতে পারি না ।

কারণ তোমার আঁচলে যে আমি বাধা পড়ে গিয়েছি ।

কেন তুমি মোরে ছেড়ে গেলে। 

কিছু সময় মনে হয় তোমার সাথে আমি কথা বলবো না। 

কিছুদিন চলে গেলে আবার তোমার কে  দেখতে মনে চায়।  

তুমি যদি আমার হতে তাহলে আমার সুনাম তুমি গেয়ে যেতে।  

মাঝে মাঝে দেখি তুমি ধম ধম করে আমার সুনাম গেয়ে চলছো।  

মাঝে মাঝে দেখি তোমাকে আমার সুনাম ধপথ করে মাটিতে ফেলে দিয়েছো।  

মাঝে মাঝে দেখি তোমাকে আমার সুনাম 2-3 দিন ধরে বেড়ে উঠতেছে না।  

আবার মাঝে মাঝে দেখি তুমি আমার সুনাম তুমি  জাগিয়ে তুলেছো।  

যখন দেখি তর তর করে সুনাম বেরে  চলছে। 

তখন আমার ভিতরে ভয় হয় এজেন  কখন আবার ধপত করে মাটিতে পড়ে যায়। 

আবার দেখি তুমি আমার সুনাম গাওয়া ছেড়ে দিয়েছো। 

তাই আমি আশা করি তুমি আমার সুনাম সকলের কাছে তুলে ধরো।  

যেন আমি দ্রুত পাবলিকের কাছে পপুলারিটি অর্জন করতে পারি। 

কেন তুমি মোর ছেরে গেলে।

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 1 week ago

    তুমি মোরে ছেড়ে গেলে। কবিতাটি কেমন হলো লিখে জানাবেন ধন্যবাদ