সালাম লক্ষ করলো ছোট ভাই সজিব কিছু একটা বিষয় নিয়ে খুব ভাবছে। সালাম তাকে কারণ জিজ্ঞেস করলে সে সজিবকে প্রশ্ন করলো,"আচ্ছা ভাইয়া। সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন?"
সালাম বললো,"সময় সৃষ্টির পূর্বে তো আর সময় ছিলো না। তাহলে এর পূর্ব তিনি কোথায় ছিলেন এমন প্রশ্নই আসেনা। তিনি সময় সৃষ্টির পূর্বেও ছিলেন, আছেন এবং থাকবেন।"
আরেকটু চিন্তা করে সালাম আবার বললো,"তুমি কি ভালো করে দেখেছো? এই বিষয়ে কোরান-হাদিসে কি আছে?"
সজিব উত্তর দিলো,"আমি দেখেছি। কিন্তু তেমন কিছুই পাইনি।"
সালাম বললো,"সূরা ইখলাস এর শেষ আয়াতে বলা হয়েছে, ‘তার সমকক্ষ কেউ নেই’। তো আল্লাহ সম্পর্কে যতটুকু আমাদের জানা প্রয়োজন তা কোরানে বা হাদিসে আছে। এর বেশি আমরা জানতে পারবোনা৷ যা দেখি তার সবকিছুই তার সৃষ্টি। এসব দেখে এসবের সাথে তার তুলনা করলে ভুল হবে। ওই আয়াতে পরিস্কার করা হয়েছে তার সাথে কোন কিছুই তুলনা হবেনা।"
সজিব উত্তরে বললো,"ঠিক আছে ভাইয়া। আরেকটু পরিস্কার করে বলো।"
সালাম বললো,"তিনি শুধু আছেন। তিনি সময়ের অধীন নন। আমরা সময়ের অধীন। তার কাছে অতীত-বর্তমান-ভবিষ্যত, সবটাই এক। উনি সবকিছুর উর্দ্ধে। তিনি সব জানেন এবং দেখেন। তিনিই সময়ের স্রষ্টা এবং নিয়ন্ত্রক। যখন সময়সহ সকল সৃষ্টি ধংস করবেন, তখনও তিনিই থাকবেন। তাই তার জন্য এই প্রশ্নটাই প্রযোজ্য নয়।"
সজিব এবার বুঝতে পারলো। সে ধন্যবাদ জানালো সালামকে।
সালাম সবশেষে আবার বললো,"দেখো। আমাদের মানুষের একটা অভ্যাস হলো নিজের সাথে তুলনা করি, এমনকি আল্লাহকেও। কিন্তু তিনি তুলনার উর্দ্ধে, তিনি তো আর সৃষ্টি নন। তাই তার জন্য আমাদের মতো আগে এবং পরে বলতে কিছুই নেই৷ সবটাই এক।"
11
View