অদৃশ্য আগমন
....... স্বপন বিশ্বাস
তোমার উন্মাতাল ছোঁয়ায়
আমি নুয়ে পড়ি—
শব্দহীন এক ভাঙনে
নিজেকে হারাই নীরবে।
তবু আমার আঙিনায়
তোমার পায়ের শব্দ থামে না,
ফিরে ফিরে আসে
হাওয়া হয়ে, ছায়া হয়ে।
কখনো সন্ধ্যার আলোয়,
কখনো গভীর রাতের শ্বাসে
তুমি ঢুকে পড়ো
অদৃশ্য আগমনে।
জানি, আর দেখা নেই—
তবু কিছু উপস্থিতি
বিদায়ের নিয়ম মানে না,
তারা স্মৃতির মতো
চিরকাল থেকে যায়।
.................
21/12/25
26
View