২০১৩ সালের কথা। হেফাজত ইসলামের তুমুল আন্দোলন চলছে। অনেক খুজে একজন মাদ্রাসার ছাত্রকে পেলাম। আমি নিজেও তাদের দাবির কারণ বুঝিনা।
জিজ্ঞেস করলাম,"ভাই। আপনারা কেন ছেলে-মেয়ের আলাদা শিক্ষার ব্যবস্থা চাচ্ছেন?"
উনি উত্তরে বললেন,"একসাথে পড়ার কারণেই তো সমাজে এতো জেনা-ব্যভিচার ছড়িয়ে পড়েছে।"
আমি বললাম,"ঠিক আছে। কিন্তু এটা সরকার চাইলেও একদিনে সম্ভব নয়। কারণ একটা সিস্টেম আছে, আর সেটা বদলে ফেলা মুখের কথা না।"
তিনি বললেন,"কিন্তু চাইতে তো হবে। সরকারকে তো অন্তত আমাদের কথা শুনতে হবে।"
বললাম,"হ্যা, এটা ঠিক। তবে, কাদিয়ানী ভাইদের নিয়ে আপনাদের কি অভিযোগ? তাদেরকে কেন দেশছাড়া করতে চান?"
উনি উত্তরে বললেন,"আমরা তাদেরকে দেশছাড়া করতে চাইনা। শুধু চাই, তারা মুসলিম পরিচয়ে থাকতে পারবেনা। তাদের ধর্মীয় পরিচয় বদলাতে হবে।"
আমি বললাম,"ঠিক আছে, বুঝলাম। কিন্তু আপনারা আলেমসমাজ ফতোয়া দিলেই তো হয়। সরকার কেন ফতোয়া দিবে? এটা কি সরকারের কাজ? সরকার কি ফতোয়া বোর্ড?"
ভাইটি বললেন,"আসলে ওরা তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে হজ্জ করতে মক্কা-মদিনা যাচ্ছে। মক্কা-মদিনার মাটিকে অপবিত্র করছে। সেখানে তো মুসলিম ছাড়া কাউকে যেতে দিই না, যাওয়া নিষেধ। ওরা এদেশ থেকে মুসলিম পরিচয়ে মক্কা-মদিনা যাবে এটা আমরা মানতে পারিনা। আর এটা সরকার ঘোষণা না করলে আমরা ওদের হজ্জে যাওয়া ঠেকাতে পারবোনা। আর এর জন্য অবশ্যই এদেশের মানুষ আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে বলে আমি মনে করি।"
10
View