রঞ্জু আর মঞ্জু গল্প করছিল। মঞ্জু রঞ্জুকে জিজ্ঞেস করে,"আচ্ছা ভাইয়া। বাউলরা তো মুসলমান, তাইনা?"
রঞ্জু উত্তর দিলো,"আরে না পাগল। ওরা নিজেরাই বলে যে, ওরা মুসলিম না। কেউ যখন নিজ থেকে বলে এবং বিশ্বাস করে যে সে মুসলিম না, তখন সে মুসলিম না। এখানে কোন সন্দেহ থাকার কথা না।"
মঞ্জু অবাক হয়ে বললো,"বলো কি ভাইয়া? আমি তো দেখেছি, অনেকেই বলে যে ওরা মুসলিম।"
রঞ্জু বললো,"যে যাই বলুক। ওরা নিজেরা অনেক আগেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে ওরা মুসলিম না।"
মঞ্জু জিজ্ঞেস করলো,"তাহলে ওরা যে ইসলামী শব্দগুলো ব্যবহার করে?"
রঞ্জু উত্তরে বললো,"ওরা ওদের গানের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলে। তাই যে শব্দই ব্যবহার করুক, সেটা দ্ধারা কি বোঝাচ্ছে তা তারা নিজেরাই জানে। এখানেই ওদের সব রহস্য।"
মঞ্জু এরপর জিজ্ঞেস করলো,"তাহলে কি তারা হিন্দু?"
রঞ্জু উত্তর দিলো,"হতে পারে। কিন্তু তারা সেটাও বলেনা। তারা বলে তারা এসব ধর্মকর্মের উর্ধ্বে। তবে ওরা যে তন্ত্র সাধনা করে তার সাথে হিন্দু ধর্মের কিছু মিল আছে।"
মঞ্জু শুনছিল অবাক হয়ে। সে আবার জিজ্ঞেস করলো,"কেমন মিল আছে?"
রঞ্জু বললো,"হিন্দু ভাইদের একটা অংশ বামাচারী তন্ত্র সাধনা করে। তারা তাদের স্ত্রীকে নিয়ে যুগল যৌন সাধনা করে থাকে। এই সাধনায় তারা স্ত্রীকে দেবী মা হিসেবে বিবেচনা করে। এর মাধ্যমে তারা দেবীর সান্নিধ্য লাভ করে এবং হয়ত মুক্তিও হাসিল করতে পারে।
আবার বৈষ্ণবদের একটা অংশের মাঝেও এই সাধনা আছে। এই সাধনায় স্ত্রীর গোপনাঙ্গে ঈশ্বরকে খোজা হয়।"
মঞ্জু জিজ্ঞেস করলো,"আর বাউলরা?"
রঞ্জু জবাব দিলো,"বাউলরাও প্রায় এর কাছাকাছি রকমভাবে সাধনা করে থাকে। এই সাধনার মাধ্যেম বাউলরা সাধিকার গোপনাঙ্গে ঈশ্বরকে খোজে। সেখানে সাধিকাকে তারা তাদের মা হিসেবে মূল্যায়ন করে।"
মঞ্জু অবাক হয়ে বলে,"বলো কি?"
রঞ্জু উত্তর দিলো,"এটা হিন্দু ভাইদের বিষয়। তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাদের সম্মান জানানো উচিৎ। ইসলাম এসব থেকে অনেক দূরে, অনেক উর্দ্ধে। তবে পীরপন্থীদের একটা অংশের মাঝে প্রায় এর কাছাকাছি কিছু সাধনা আছে যা ইসলাম কখনোই সমর্থন করেনা। এমনকি এসব বিশ্বাস করলে কারো ইমান থাকার কথা না।"
মঞ্জু এবার বললো,"কিন্তু ওরা তো অনেক সুন্দর কথা বলে। অনেক ভালো কথা বলে।"
রঞ্জু বললো,"দুয়েকটা সুন্দর কথা বললেই সবকিছু ভালো হয়ে যায়না। ওরা স্ত্রীকে যে মা ডাকে? তাছাড়া, কল্পনা করো এমন একটা সমাজ যেখানে সবাই ওদের মতো এমন অপরিচ্ছন্নভাবে বসবাস করে। কোন কাজ করেনা। কেবল গান গেয়ে বেড়ায়। এটা কি সম্ভব?"
মঞ্জু বললো,"না এমন একটা সমাজ বাস্তবে সম্ভব না।"