রতনের বড়খালা এসেছেন। তাদের কাছে পেয়ে খুব খুশি সে। বড় খালা তাকে তার খালাতো বোনের বিয়ের জন্য একটা ভালো চাকরিজীবী ছেলে খুজে দিতে বললেন।
মেয়ের জন্য উপযুক্ত ছেলে খোজা আর ছেলের জন্য উপযুক্ত মেয়ে খোজার চেয়ে কঠিন কাজ আর নেই। ব্যবসায়ী অনেক ছেলের সম্বন্ধ অনেক আসে। কিন্তু এমন তাদের কারো পছন্দ না।
তাদের পছন্দ সরকারি চাকরিজীবী। তবে সরকারি চাকরিজীবী না পেলেও চলবে৷ ভালো চাকরি করে এমন ছেলেই হয়ে যবে।
রতন প্রশ্ন করলো,"ব্যবসায়ী ছেলেরাই তো ভালো। মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাকর খোজার কি আছে?"
বড়খালা বললেন,"চাকরিজীবীকে সবাই পছন্দ করে, সম্মান করে। আর ব্যবসায়ীকে কেউ দাম দেয়? আজকাল তো ব্যবসায়ীদের এক টাকা মূল্যও নেই৷ চাকরিজীবীকে সবাই 'স্যার' বলে ডাকে।
রতন বললো,"কি যে বলো খালা। সম্মানের মালিক তো আল্লাহ। তিনি যাকে সম্মানিত করেন তারই সম্মান হয়। সে ব্যবসায়ী হোক অথবা চাকরিজীবীই হোক।"
বড়খালা বললেন,"ব্যবসায়ীদের সংসারে সারা বছর টানাটানি লেগে থাকে। তোর খালুকে দেখ। জীবনে কি করতে পেরেছে?"
রতন হেসে বললো,"এটা তোমার ভুল ধারণা, খালা। চাকরিজীবীদের সংসারে আরো বেশি টানাটানি লাগে। আমরা সেটা সম্মানের ভয়ে প্রকাশ করিনা। আর খালু তো ব্যবসায় করে এতবড় একটা সংসার টেনে নিয়েছেন। তারপর বেশ কিছু সম্পদ করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তা না হলে আল্লাহ অসন্তুষ্ট হবেন৷"
বড়খালা জিজ্ঞেস করলেন,"তোর আজকাল ব্যবসায়ের প্রতি এত দুর্বলতা কেন? তুই কি চাকরি ছেড়ে ব্যবসায়ে নামবি?"
রতন জবাবে বললো,"তুমি ঠিক ধরেছো খালা। মানুষের চাকর হওয়া বাদ দিয়ে আল্লাহর চাকর হবো। ব্যবসায় করবো। ব্যবসায়ে আল্লাহর বরকত বেশি।"
বড়খালা বললেন,"আমি আরো দশ লাখ টাকা নিয়ে আসলাম। আমার ছোট ছেলেকে একটা চাকরি পাইয়ে দিবি তুই। আর তুই কি-না চাকরি ছেড়ে ব্যবসায়ে নামবি?"
রতন জবাব দিলো,"দশ লাখ টাকা ঘু্ষ দিয়ে চাকরি না খুজে এই টাকাটা ওকে দিয়ে দাও। সে এটা পুজি করে ব্যবসায় করুক। নিজের পায়ে দাড়াতে পারবে।
আজকাল জিনিসপত্রের দাম অনেক বেশি। এসব ছোটখাটো চাকরি-বাকরি করে সংসার চলেনা৷ ঘুষ নিয়ে চললে তো মানুষের অভিশাপ নিয়ে বাচতে হবে। বরং বুদ্ধি কাটিয়ে সততার সাথে ব্যবসায় করতে পারলে বছরে অন্তত একবার পরিবার নিয়ে কক্সবাজার যেতে পারবে।"
বড়খালা আর কিছুই বলার মতো যুক্তি খুজে পাচ্ছেন না। তারপর উনাকে হাদিসের কথা শুনিয়ে দিলো যে, আল্লাহ রিজিকের নব্বই ভাগ ব্যবসায়ে রেখেছেন। তো যে ব্যবসায়ে যাবে সেই তো ধনী হবে।
48
View