স্বপ্ন কন্যা
..................
এক যে ছিল স্বপ্ন কন্যা
টিয়া ঠোঁটের পাখি,
দিনে রাতে সবটা সময়
তারে দু’নয়নে দেখি।
চোখে তার মায়ার ঝিলিক
ঠোঁটে হৃদয় ভরা হাসি,
হাঁটার ছন্দ ছিল তার
কোমরে ঢেউ আঁকি।
আসে যায় সে ছায়া হয়ে
জাগায় আগুন দেহে
আমি অধম পুড়ে মরি
সেই আগুনের দাহে।
২৪/১২/২৫
28
View