Posts

গল্প

বাবার টাকা বাবার, ছেলের নয়

December 25, 2025

Md. Anwar kadir

12
View

সজল রাতে বাসায় এসে খেয়াল করলো, পাশের বাসায় অনেক হাঙ্গামা। তার বড় ছেলে জাহিদকে এর কারণ জিজ্ঞেস করলো। 
জাহিদ বললো, পাশের বাসার ভদ্রলোক তার স্ত্রীর সাথে ঝগড়া করছে টাকার জন্য। তার স্ত্রীকে মারধর করেছে শশুর বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য। ব্যবসায়ের পুজির ঘাটতি পড়েছে। 
সজলের মনে পড়লো, পাশের বাসার উনি তো বিয়ের সময়েও শশুর বাড়ি থেকে ঘুষ (যৌতুক) নিয়েছিলেন ব্যবসায় করার জন্য। 
এখন আবার আবার নতুন করে টাকা চাচ্ছে। সে খেয়াল করেছে, পাশের বাসার ছেলেটা ছোটবেলা থেকেই নানা জায়গায় ঘুরে বেড়ায়। প্রচুর টাকা-পয়সা বাতাসে উড়ায়। আবার কোন নেশা-টেশা করে কি-না কে জানে।
রাতের বেলা তার বড় ছেলে জাহিদ বিশ হাজার টাকা চাইলো। সে বন্ধুদের সাথে কক্সবাজার যেতে চায়, সেখানে লাগবে দশ হাজার। আবার সেখান থেকে যাবে বান্দরবান, ওখানেও লাগবে দশ হাজার টাকা। সজলের মনে পড়লো, জাহিদ কিছুদিন আগেই স্কুলের পিকনিক থেকে কক্সবাজার গিয়েছিলো। তাছাড়াও, বছরে তারা পারিবারিকভাবে সবাই মিলে একসাথে কক্সবাজার গিয়ে থাকে। এই মূহুর্তে জাহিদের আবার কক্সবাজার যাওয়াটা অর্থ এবং সময়ের অপচয় মনে করে সে নিষেধ করে দেয়। 
পরদিন সজল জাহিদের জন্য মাটির ব্যাংক কিনে আনে এবং পরিবারের সবাইকে ডেকে তাদের সবার সামনে সেই বিশ হাজার টাকা সে ব্যাংকে রাখে। 
সজল জাহিদকে বলে,"আমি আশা করি, আজ থেকে তিন বছর পর যখন তোমার বয়স আঠারো বছর হবে তখন তুমি নিজের পায়ে দাঁড়াবে। এখন থেকে কোন অর্থের অপচয় করবেনা। এটার মধ্যে টাকা জমাবে। 
তুমি নিজের পুজিতে ব্যবসায় শুরু করবে। সেখানে আমি এক টাকাও দিবো না। তুমি নিজে জমাবে। মাঝে মাঝে আমিও কিছু রাখবো। এটাই হবে তোমার পুজি।"
জাহিদ বললো,"কিন্তু বাবা। তোমার কাছে টাকা আছে। সেটা থাকতে কেন আমাকে টাকা জমাতে হবে?"
সজল বললো,"সেটা আমার টাকা, তোমার টাকা মনে করোনা। আমার কোনদিন মন চাইলে তোমাকে দিবো। অথবা নিজে ভোগ করবো এবং বাকিটা মানুষকে দান করবো। 
তোমাদেরকে খুব ভালোভাবে খাওয়ায়ে-পড়ায়ে বড় করছি, এটাই কি যথেষ্ট নয়? আমার কষ্টার্জিত টাকায় তুমি উল্টোপাল্টা করে বেড়াবে, মেয়ে নিয়ে ঘুরবে, গুনাহ কামাই করবে, সেই গুনাহের ভাগিদার আমি হবো নাকি?"
জাহিদ উত্তর দিলো,"ঠিক আছে বাবা।"
সজল সাহেব আবার বললেন,"এখন থেকেই যদি সঞ্চয়ী না হও তাহলে পাশের বাসার ওই লোকের মতো বিয়ের সময় শশুর বাড়িতে ভিক্ষা করতে হবে৷ এমনকি তার মতো পরবর্তী জীবনেও শশুরের কাছে ভিক্ষা করা লাগতে পারে। তাই এখনই সময়, সঞ্চয়ী হও।"

Comments

    Please login to post comment. Login