পোস্টস

বাংলা সাহিত্য

''শুনছো?''

৫ জুন ২০২৪

Shoaib ahmed

মূল লেখক শোয়াইব আহমেদ।

জীবন আমার ছন্ন ছাড়া

তোমার ধাধা বিয়গে ।

কাপড় আমার ছিঁড়ে ফাড়া

তোমার সৃতির ঘোরে।

 

চুল আমার এলোমেলো

পরে না চোখে কিছু,

জীবন আমার কেটে গেল

তোমার পিছু পিছু।

 

নখ আমার বড় বড়

কাটতে পাইনা সময়। 

হঠাৎ যদি এসে দেখ

নেই আমি রাস্তায়।

 

হৃদয় আমার আমার ব্যাকুল বিভোর

নয়ন তোমায় খোঁজে,

পাগল হয়ে গেলাম নাকি,

হাসছি যে নিজে নিজে?

 

আকাশ হতে লক্ষ তারা

মিট মিটিয়ে হাসে।

চাঁদ কি আমি হারিয়েছি

নিজেরি কোন দোষে?

 

বিত্তবানের হাত ধরে

সেদিন যে তুমি গেলে,

জানতে বড় ইচ্ছে করে

এখনও  কি মনে পরে?

 

পাবে এখানেই দারিয়েই আছি

আসবে কি বহু বাদে?

ভালবাসা মরে না যে কভু,

মানুষ যে যায় মরে।

 

(১৭.০২.২১)