Posts

গল্প

ইসলামে কে শ্রেষ্ঠ? নারী নাকি পুরুষ?

December 26, 2025

Md. Anwar kadir

42
View

ফজলু সাহেবকে তার মেয়ে আনজু প্রশ্ন করলো,"আচ্ছা বাবা। ইসলামে কি নারীদের চেয়ে পুরুষের অবস্থান উপরে?"
ফজলু সাহেব হেসে উত্তর দিলেন,"নারে মা। ইসলামে নারীর গুরুত্ব বেশি।"
আনজু বাবার উত্তরে অবাক হলো। সে এতদিন জেনে এসেছে নারীর কোন গুরুত্বই নেই ইসলামে। এমনকি যে সিনিয়র আপুর কাছ থেকে পড়াশোনা বুঝে নেয় সেও তাকে ইসলামে নারীর কোন অবস্থান নেই বলেছে।
মেয়েকে চিন্তা করতে দেখে ফজলু সাহেব বললেন,"দেখ মা। এমন কোন প্রশ্নই থাকা উচিৎ না। কারণ ইসলামে সবারই নিজস্ব অবস্থান আছে, আর সবার অবস্থানই গুরুত্বপূর্ণ। 
যেমন; পুরুষকে হয়ত বাইরের কাজ দেয়া হয়েছে আর নারীকে দেয়া হয়েছে ঘরের কাজ।"
আনজুম বললো,"এখানেই তো সমস্যা। নারীকে কেন ঘরে বন্দী করে রাখতে হবে?"
ফজলু সাহেব জবাব দিলেন,"এটা তোর ভুল ধারণা। নারীও চাইলে তার পর্দা রক্ষা করে বাইরে কাজ করতে পারে। তবে অপ্রয়োজনে বাইরে পুরুষের সামনে ঘুরে বেড়াতে নিরুৎসাহিত করা হয়েছে।"
আনজুম আবার প্রশ্ন করলো,"কেন নারীকেই পর্দা করতে হয়? পুরুষকে কেন নয়?"
ফজলু সাহেব উত্তর দিলেন,"পর্দা নারী-পুরুষ সবার জন্যই। নারী আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি সৃষ্টি, তার সৌন্দর্য নির্ধারিত করা হয়েছে তার স্বামীর জন্য। সবচেয়ে কালো মেয়েটারও দেখবে আকর্ষণ আছে। 
তার নম্রতা-কোমলতা সবই তার সৌন্দর্য। তার সৌন্দর্যকে পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজত করতে হয়। সেই জন্যই নারীকে একটু বেশি পর্দা করতে হয়।"
আনজুম বললো,"তার সিনিয়র মেয়েটি তাকে জিজ্ঞেস করেছে যে, একটা মেয়ে চাইলেই কি ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারে? অথবা রাস্তায় বাইক চালাতে পারে?"
ফজলু সাহেব হেসে বললেন,"দেখ মা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা ছেলে হোক আর মেয়ে হোক; এটা নিয়ে গর্ব করার কিছুই নেই। 
আর এদেশের সাধারণ মানুষ মেয়েদেরকে তেমন একটা গাড়ি বা বাইক চালাতে দেখেনি। তাই হঠাৎ এমন দৃশ্য দেখলে অবাক হয়। কিন্তু কেউ তো আর বলেনা যে মেয়েরা বাইক চালাতে পারবেনা।"
আনজু বললো,"কিন্তু একটা মেয়ে কি তার কাজের মূল্যায়ন পায়? বিশেষ করে সংসারের কাজে?"
ফজলু সাহেব উত্তর দিলেন,"এটা ইসলামের কিছু না। সমাজের বিষয়। কাজের মূল্যায়ন পুরোপুরি কেউই পায়না, পুরুষও পায়না অনেক ক্ষেত্রে। হয়ত অনেক পরিবারে নারীকে অত্যাচারও করা হয়৷"
আনজুম বললো,"আসলেই কি ইসলামে নারীর মর্যাদা আছে?"
ফজলু সাহেব জবাবে বললেন,"ইসলামে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বলা হয়েছে। আবার সেবা করার ক্ষেত্রেও নবীজি সা: বাবার চেয়ে মাকে তিনগুন গুরুত্ব দিতে বলেছেন।
মেয়েদের জন্য আর্থিক দায়িত্ব কমিয়ে দেয়া হয়েছে। তাদেরকে আবার বাবা এবং স্বামী উভয়ের সম্পদেই অংশ প্রদান করা হয়েছে। 
ইসলামে আসলে কেউই শ্রেষ্ঠ হয়না। নারী-পুরুষ একে অপরের পোশাকের মতো; একে-অপরের পরিপূরক।"

Comments

    Please login to post comment. Login