নূরের বড় ভাইএর মেয়ে মিলি এবার এসএসসি পরীক্ষা দিবে। অত্যন্ত সুন্দর দেখতে তার ভাতিজী। সে ভাতিজীর খুব খেয়াল রাখে, তাকে আদর করে কখনো কখনো মা বলেও ডাকে। ছোটবেলা থেকেই সবসময় মিলি তার চাচার আশেপাশে থাকে।
যে স্কুলে মিলি পড়ে সেখানে নূরের কয়েকজন বন্ধু শিক্ষক রয়েছে। তাদের কয়েকজন নূরকে জানিয়েছে যে মিলি পড়াশোনা শেষ হওয়ার পরও স্কুলে অনেক সময় অবস্থান করে। কোন একটা ছেলের সাথে তার বন্ধুত্ব। এদের সাথে সে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়।
নূর খেয়াল করেছে, সে যতটুকু পারে মিলিকে সময় দেয়। ইদানীং ব্যবসার কাজে ব্যস্ততা তার বেড়ে যাওয়ায় ঠিকমতো মিলিকে সময় দিতে পারছেনা৷
হয়ত মিলির মাঝে সাকোলোজিক্যাল শুন্যতা তৈরি হয়েছে। মিলির মা কাজে ব্যস্ত থাকে, কাজ শেষ হয়ে টিভিতে সিরিয়াল দেখে। মেয়েকে দেয়ার মতো সময়ও তার নেই। মিলির বাবারও একই অবস্থা, ব্যবসার কাজে ব্যস্ততা।
তাই তাকেই বাধ্য হয়ে মিলির সাথে কথা বলতে হয়।
সে খুব বন্ধুসুলভ মিলিকে তার বন্ধুদের সম্পর্কে নানা প্রশ্ন করে। সেই সাথে মিলির মনের সাকোলোজিক্যাল শুন্যতাটাও বুঝার চেষ্টা করে।
তারপর জিজ্ঞেস করে,"মিলি তুমি কি ক্লাস শেষ করে বাসায় না গিয়ে কোন ছেলের সাথে আড্ডা দাও?"
একটু থেকে তারপর অভয় দিয়ে বলে,"ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমাকে এটা নিয়ে বকা দিবোনা। আমাকে বলতে পারো।"
মিলি উত্তর দিলো,"হ্যা। মেয়েগুলোর সাথে আমার সম্পর্ক বেশি ভালো না, ওরা বড্ড হিংসুক। আর ছেলেদের মাঝে এক-দুজনের সাথে আড্ডা দিয়ে ভালো লাগে। তবে ওরা আমার বন্ধু, আর কিছু না। বাবা-মাকে বলোনা, প্লিজ৷"
নূর বলে,"আমি তো বললাম যে, বকা দিবোনা। ক্লাসমেটদের সাথে আড্ডা দেয়া খারাপ না। কিন্তু মেয়েদের রেখে শুধু ছেলেদের সাথে আড্ডা দেয়াটা একটু দৃষ্টি কটু। লোকে ভালোভাবে নিবেনা। আর এর ফল ভালো নাও হতে পারে।"
মিলি উল্টো প্রশ্ন করলো,"কেন? একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারেনা?"
নূর জবাব দিলো,"হতে পারেনা। কারণ খুব তাড়াতাড়িই সেখান থেকে বন্ধুত্ব উড়াল দেয়। তাদের কারো না কারো মনে অন্য চিন্তা চলে আসবেই। তুমিই বলো, এদের কাউকে কি তোমার মন থেকে ভালো লাগেনি?"
মিলি চুপ মেরে গেছে। তার কাছে হয়ত জবাব নেই।
নূর তাকে নবীজি সা: এর সেই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন,"কোনো পুরুষ যেন কোন নারীর সাথে একান্তে গোপনে অবস্থান না করে। কারণ, সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবস শয়তান অবঅস্থান করে"।
নূর আরো বললো,"দেখো মা। আমরা মানুষ, আমাদের প্রকৃতিই এমন। এখন যদি সাবধান না হও, তবে যেদিন বুঝতে পারবে সেদিন নিজেকে অভিশাপ দিবে।
সাময়িক এই ভালো লাগা থেকে একটা ভুল সিদ্ধান্ত এই জীবনটাই নরক বানিয়ে দিবে। তাই এখনই সাবধান হও।"
একটু থেমে আবার বললো,"দেখো। তোমাদের এখন বাড়ন্ত বয়স, হরমোনগুলা খুব দ্রুত উতপাদন হবে। এর ফলে মানসিক স্থিরতা আসবেনা।
ফলে ভুল করার প্রবণতা তৈরি হবে। কিন্তু এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সামনে একটা বিশাল জীবন তোমার জন্য অপেক্ষা করছে। নিজের সম্ভাবনাকে কাজে লাগালে তুমি আকাশ ছুতে পারবে।"
মিলি বললো, "কিন্তু মেয়েদের সাথে যে আমার বনিবনা হচ্ছেনা। সেটার কি করবো?"
নূর বললো,"সেখানে তোমার নিজেরও হয়ত দায় আছে। তুমি নিজের অহংকার দূর করে ওদের সাথে মেশার চেষ্টা করো, তাহলে ওরাও তোমাকে হিংসা করবেনা।"
নূর ভাবছে ভাতিজীকে পারিবারিকভাবে সময় দিতে হবে। আর এই জিনিসটা তার বড় ভাই আর ভাবিকে কি বোঝাবে সেটাই চিন্তা করছে।