রুমি প্রশ্ন করলো,"আল্লাহ যদি থেকেই থাকেন তবে কেন সামনে আসেননা? কেন এসে নিজের পরিচয় দেননা?"
আমি উত্তরে বললাম,"এই প্রশ্নের উত্তরে অনেক কিছুই বলা যেতে পারে। তবে তিনি আমাদেরকে পরীক্ষা করছেন, তাকে না দেখেই বিশ্বাস করার এবং তার হুকুম মেনে চলার পরীক্ষা। আমরা দেখি যে, নিজ থেকে কিছুই হয়না, সৃষ্টি মাত্রই তার স্রষ্টা থাকে। আমাদের এবং এই মহাবিশ্বের সবকিছুরই একজন মহান স্রষ্টা রয়েছেন। আর তিনিই হলেন আল্লাহ। কোরানে তার পরিচয় বলে দেয়া হয়েছে। আমাদের জন্য জীবনের পরীক্ষার প্রশ্নও বলে দেয়া হয়েছে। এখন প্রস্তুতি নিজের কাছে।
আর তিনি কোরান এবং নামজের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। তুমি কোরান পড়লেই বুঝতে পারবে। একবার পড়ে দেখো, কোরান তোমার সাথে কথা বলবে। আর আল্লাহ তোমার মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন।"
রুমি আবার প্রশ্ন করলো,"তাকে কেউ দেখবেনা কেন?"
জবাবে বললাম,"আমাদের চোখের সেই ক্ষমতা তিনি দেননি যে আমরা উনাকে আমাদের এই চর্মচক্ষুর মাধ্যমে দেখতে পাবো। জান্নাতে গেলে উনার সাক্ষাৎ পাবো, তখন দেখতে পাবো। হযরত মুসা আ: আল্লাহকে দেখার চেষ্টা করেছিলেন, পারেননি।"
রুমি আবার বললো," তাহলে যদি আল্লাহকে দেখতে পেতাম, তাহলে বিশ্বাস করতাম।"
বললাম,"তিনি আমাদের সবার সাথে কথা না বলে তার বাচাই করা প্রিয় বান্দাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের জীবনপ্রণালি সম্পর্কে দিক-নির্দেশনা দিয়ে থাকেন।
এখন সেই পথের সিলমোহর করে দেয়া হয়েছে। কারণ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান-কোরান।"
এরপর আমি রুমিকে সূরা বাকারাহ'র ১১৮তম আয়াতটি পড়ে শুনালাম।
আল্লাহ সূরা বাকারাহ'র ১১৮তম আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন,"যারা কিছু জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না? কিংবা আমাদের নিকট কোন নির্দেশ কেন আসে না? এভাবে আগের লোকেরাও তাদের মতই বলত, এদের অন্তরগুলো একই রকম, আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী পরিষ্কারভাবে বিবৃত করেছি।"
34
View