নাসির জিজ্ঞেস করলো,"ভাই। সত্যি করে বলেন। আপনাদের মুসলমানদের সঠিক দল কোনটা? এত দল দেখে আমি কনফিউজড।"
জবাবে বললাম,"দেখো। সব দলই মুসলমানদের দল। সবার মাঝেই ছোটখাটো ভুল-ত্রুটি থাকে। তুমি চাইলে যে কোন দলকেই অনুসরণ করতে পারো। তবে যাচাই করে যে দলটি বেশি সঠিক মনে হয় সেটাকেই গ্রহণ করো।"
সে আবার জিজ্ঞেস করলো,"কোন দলটা বেশি সঠিক সেটা আপনি বলেন। আমি কেমনে যাচাই করবো?"
বললাম,"বাতিল সবচেয়ে বেশি হককে ভয় পায়। আমাদের দেশের ইসলামোফোবিক বুদ্ধিজীবীরা যাদেরকে বেশি ঘৃণা করে, ভয় পায়, তারাই প্রকৃত মুসলমানদের দল। আর যাদেরকে বেশি প্রশংসা করে তারাই বেশি ভুলের মধ্যে আছে।"
এবার সে প্রশ্ন করলো,"তাহলে এত মাজহাব কেন? কোনটা মানবো?"
উত্তর দিলাম,"মাজহাব মানে মতামত। ইসলামের মূল বিষয়গুলো কোরান ও হাদিসে স্পষ্ট করে দেয়া হয়েছে। এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আল্লাহই মুসলমানদের মাঝে আলোচনা এবং বুদ্ধি-বিবেচনা উপর ভিত্তি করে কোরান-হাদিসের আলোকে সমাধান করার জন্য রেখে দিয়েছেন।
এই বিষয়গুলোতে আলেমদের মতামতের পার্থক্য রয়েছে। এটা ইসলামের সৌন্দর্য। কারো কাছে যে মতামতটি বেশি যৌক্তিক মনে সে ওইটি মানবে।"
সে আবার প্রশ্ন করলো,"তাহলে মাজহাব চারটি কেন?"
আমি জবাবের বদলে উলটো প্রশ্ন করলাম,"কে বলেছে মাজহাব চারটি? বুদ্ধিমান আল্লাহভীরু আলেমগণের মাঝে একই বিষয়ে হাজার রকমের মতামত হতে পারে। তবে চারটি মাজহাব প্রসিদ্ধ। কারণ অনেক আলেম এই চার মাজহাবের অধীনে পড়াশোনা করেছেন, অবদান রেখেছেন।"
নাসির খুবই নাছোড়বান্দা, একটার পর একটা প্রশ্ন করে। এবার বললো,"তাহলে এবার বলেন, এক আলেম আরেক আলেমের যে গুষ্টি উদ্ধার করে, এটা কেন? আবার একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়েও দেয়।"
উত্তরে বললাম,"দেখো ভাই। আমি আল্লাহর জন্য সকল মুসলমানদেরকে ভালোবাসি। যে ঘৃণা প্রদর্শন করে সে যেই হোক, সে ভুল।
ইসলাম অপরের প্রতি সহনশীলতা শেখায়। এমনকি বুদ্ধিমত্তা ব্যবহার করে অমুসলিমদের মাঝে দাওয়াত দেয়ার কথা বলা হয়েছে। সেখানে মুসলিমরা তো আমাদের ভাই। অপর মুসলিমের প্রতি এমন ঘৃণাসুলভ আচরণ অবশ্যই ভুল।"
34
View