Posts

গল্প

আল্লাহ কেন সবাইকে মুসলমান করে সৃষ্টি করলেন না?

December 30, 2025

Md. Anwar kadir

32
View

বন্ধু উজ্জ্বল আমাকে প্রশ্ন করলো,"আল্লাহ চাইলেই তো আমাদের সবাইকে মুসলিম হিসেবে জন্ম দিতে পারতেন।কেন কেউ মুসলিম আর কেউ মুসলিম না?"
আমি হেসে বললাম,"দেখো বন্ধু৷ সকল শিশুই মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে থাকে। সকল সৃষ্টির জন্মগত ফিতরাত হলো ইসলাম।"
সে অবাক হয়ে বললো,"বলো কি!"
বললাম,"কেউ মুসলিম পরিবারে জন্ম নিয়ে যদি ইসলামের উপর মৃত্যু বরণ না করে তবে তো সে অভাগা। আবার যে অমুসলিম পরিবারে জন্ম নিলো অথচ ইসলামকে বুঝতে পেরে তাকে গ্রহণ করলো সেই তো সফল।"
সে ব্যঙ্গ করে বললো,"যারা মুসলিম পরিবারে জন্ম নিবে তারা তো কোন এক সময় জান্নাতে যাবেই, তাইনা?"
জবাব দিলাম,"ভুল কথা। যার অন্তরে ইমান থাকবে সে। আর যার অন্তরে ইমান থাকবে সে আবার অপরাধ করে কিভাবে?"
এরপর সে আবার প্রশ্ন করলো,"কেন আমাদের সবাইকে এমন পরীক্ষায় ফেললেন আল্লাহ? সবাইকে মুসলিম বানালে এবং জান্নাতে দিলে কি হতো?"
বললাম,"সেটা তো উনার ইচ্ছা। আর তাহলে তো কোনকিছুরই কোন মানে হতোনা। তখন আমরা হয়ে যেতাম রোবট। এখন তো আমরা স্বাধীন ইচ্ছার স্বাদ পাচ্ছি। তখন হয়ত তুমি এই প্রশ্ন করার মতো স্বাধীন থাকতে না।"
সে এরপর জিজ্ঞেস করলো,"যার কাছে ইসলাম পৌছায়নি তার কি হবে?"
উত্তর দিলাম,"এটা তো আল্লাহর বিষয়৷ তিনি কারো প্রতি অবিচার করবেন না। কারো উপর অতিরিক্ত চাপিয়ে দেননা। তিনি দয়ালু এবং মহানুভব, সেদিক থেকে এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছুই নেই। 
যার কাছে ইসলাম পৌছানো হয়েছে তার কি হবে সেটা নিয়ে একবার ভাবো। এখন ডিজিটাল যুগ সবার কাছে ইসলাম উন্মুক্ত,  এমন কাউকে পাওয়া কঠিন হয়ে যাবে যার কাছে ইসলাম পৌছায়নি।

Comments

    Please login to post comment. Login