মঞ্জু ছেলেটা একটু বোকাসোকা। উল্টাপাল্টা কথায় বিশ্বাস তার। সে প্রশ্ন করলো,"ভাই। কোরানে তো বলা হয়েছে,'তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার।' তাহলে অন্য ধর্মগুলোকেও স্বীকৃতি দেয়া হয়ে গেছে। তাইনা?"
একটু রাগ হচ্ছিলো এমন প্রশ্ন শুনে। সামলে নিয়ে জিজ্ঞেস করলাম,"বলেন। এটা কোন সূরায় আছে, আর কত নম্বর আয়াত।"
মঞ্জু অবশ্য এসব বলতে পারবেনা। তাই আমিই বলে দিলাম,"এটা আছে সূরা কাফিরুন এর শেষ আয়াতে, ছয় নম্বর আয়াত। আপনি কি বুঝতে পারছেন? সুরার নাম হলো কাফিরুন। অর্থাৎ এটি কাফিরদের উদ্দেশ্যে।
আপনি পূর্বের পাচটি আয়াত বাদ দিয়ে সরাসরি ছয় নম্বর আয়াতে চলে আসলে কিভাবে বুঝবেন এখানে কি বুঝানো হয়েছে?"
সে হেসে প্রশ্ন করলো,"তাহলে আপনিই বুঝায়ে দেন এখানে কি বুঝানো হয়েছে।"
বললাম,"এখানে 'আমার দীন' বলতে ইসলামকে এবং তোমাদের দীন বলতে ইসলামের বাইরের দীনকেই বুঝানো হয়েছে, এটা সত্য। তবে পূর্বের আয়াতসমূস হতে উপসংহার টেনে এখানে আমার দীন বলতে জান্নাতের পথকে ইশারা করা হয়েছে।
অপরদিকে ‘তোমাদের দীন’ বলতে জাহান্নামের পথকেই ইশারা করা হয়েছে। পূর্বের আয়াতসমূহ ভালো করে না পড়লে কেউ এটা বুঝবেনা।"
মঞ্জু আমার কথা শুনে বোকার মত কিছুক্ষণ হাসলো। তারপর আমি ওকে সূরা বাকারাহ'র ৩৯তম আয়াতটির অর্থ শুনালাম,"যারা (কাফের) অবিশ্বাস করে ও আমার নিদর্শনকে মিথ্যাজ্ঞান করে, তারাই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল থাকবে।"
38
View