পোস্টস

চিন্তা

জীবন প্যাকেজ

৬ জুন ২০২৪

রাব্বী আহমেদ

জীবন আশ্চর্য চেতনানাশক খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। 

সকাল হয়, দাঁত ব্রাশ শেষে আয়নায় তাকিয়ে দেখি 
দু'একটা শাদা দাড়ি বিস্তীর্ণ 
অঞ্চলের মাঝে ইতস্তত জেগে আছে। 


হাত বোলাই। 

প্রথম গোঁফ কামানোর স্মৃতি মনে পড়তেই 
প্রাচীন পুঁথির মতো ভেসে আসে কিশোরির হাসি। 
যে নামেই ডাকি জীবন আশ্চর্য পাথর হয়ে যায়। 

প্রবাল দ্বীপের মতো পা পিছলেই কেটে যাবার সম্ভাবনা 
থাকা সত্ত্বেও ন্যাপথেলিনের মতো 
এই যে একটু একটু করে উড়ে যাচ্ছে বয়স। 

সকাল হয়, উঠি, খাই-দাই, বেদনাকে ঘুম পাড়াই, 
আর অল্প অল্প করে খরচ করি 
ষাট মেগাবাইট জীবনের অপূর্ব প্যাকেজ।

 

(বই- প্রত্যেকেই পৃথক পৃথিবী
গ্রন্থমেলা-২০১৯, স্টুডেন্ট ওয়েজ)