.মেয়েরা অনেক টা শুকনো ফুলের মত, যখন তর তাজা থাকে তখন অনেক কদর, ঠিক ফুলের মত যখন একটু নেতিয়ে পড়ে তখন খুব কাছের মানুষ ও যাচ্ছে তাই ব্যবহার করে,যেন ভাংগা কুলা রান্না ঘরের এককোনে অকোজো হয়ে পড়ে থাকে,তারপর আর তার কেউ খেয়াল নেই না, অথচ নতুন ধান ঘরে তোলার সময় এই কুলার কত ই না কদর!তাব্দীর বিয়ে হলো মধ্যবিত্ত এক পরিবারে, মাস খানিক আগে, বউ এর কি আদর শাশুড়ী চোখে হারায় শশুড় বাবা মা ছাড়া কথা বলে না, শতাব্দী ভাবতে থাকে আহা কত সুন্দর বিবাহিত জীবন, আরো আগে কেনো বিয়ে করলো না, মাল্টিন্যাশনাল কম্পানিততে জব করে শতাব্দী, চল্লিশ হাজার টাকা বেতন,বেতন পেলে শাশুড়ির হাতে বেতন দেয় এ যেন সোনার ডিম পারা হাসঁ,যে হাঁস মাস শেষে গড় গড় করে চল্লিশ হাজার টাকা দিবে, সেই বউকে যত্ন আত্তি করতে কেউ কমতি রাখে??শতাব্দীর স্বামী বেকার,শফিক নাম ওর।বিদেশ যাবার চেষ্টা করছে শতাব্দীর বাবা টাকা দিবে সেই টাকা দিয়ে ইউরোপে যাবে শফিক, বিয়ের সময় এমন ই কথা ছিলো। কিন্তু শতাব্দীর বাবা হটাত করে মরে যাবা তে সেই আশায় জল পড়লো যেন ওদের। এখন পুরো টাকা টাই শতাব্দী কে দিতে হবে, একদিন হটাত করে শতাব্দী রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা প্রাইভেট কার এসে ওর ঊপর পড়ল,ডাক্তার জানালো ওর একটা পা ঠিক হবে না হয়ত, এর পর আদর এর বউ সবার চোখের বিষ হয়ে গেলো, যেন অনিচ্ছা কৃত ভাবে জোর করে ও এই বাসায় এসেছে,বাসার সব চেয়ে অবহেলার লোক যেন শতাব্দী