আমার ছাত্রী খুব আফসোস করছিলো। তাদের পরিবারের খুব পরিচিত একজনের বাইপাস সার্জারি হবে। অনেক টাকা লাগবে। সবাই তাকে টাকা দিয়ে সাহায্য-সহযোগিতা করছে। কিন্তু ওরা দু'দিন আগে শপিং করে সব টাকা শেষ করে ফেলেছে বলে সহযোগিতায় সামিল হতে পারছেনা।
আমি বললাম,"তোমরা সাদাকাহ বক্স কেন চালু করছোনা?"
ছাত্রী আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো,"সাদাকাহ বক্স আবার কি?"
উত্তর বললাম,"তোমরা একটা বাক্স উদ্ভোদন করো। সেটাতে প্রতিদিন সাদাকাহ বাবদ কিছু রাখবে। তারপর মাস শেষে অভাবী সেখান থেকে দিয়ে দিবে। এটাই বলছি।
কোন অসুস্থ ব্যক্তিকে ঔষধ কিনে দিতে পারো। আবার কোন অভাবীর ঘরে খাবার কিনে পাঠাতে পারো। কারো চিকিৎসার জন্য দিতে পারো।"
ছাত্রী অবাক হয়ে বললো,"এটা তো দারুন আইডিয়া!"
বললাম,"প্রতিদিন কিছু করে সেখানে রাখলে সেটা আমাদের গায়ে লাগবেনা, আবার দান করাও হয়ে যাবে। প্রতিদিন দান করার জন্য আল্লাহর পক্ষ থেকে আলাদা ফজিলত রয়েছে।"
তারপর তাকে নবীজি সা: এর প্রসিদ্ধ একটি হাদিস শোনালাম।
সহীহ বুখারীর ১৪৪২তম হাদিসে নবীজি (সা.) বলেছেন, "প্রতিদিন সকালে যখন বান্দারা ঘুম থেকে ওঠে, তখন আকাশ থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন দোয়া করেন— 'হে আল্লাহ! দানকারীকে তার দানের উত্তম প্রতিদান (বিনিময়) দিন'। আর অন্যজন বলেন— 'হে আল্লাহ! কৃপণ (যে দান করে না) ব্যক্তির সম্পদ ধ্বংস করে দিন'।"
ছাত্রী জিজ্ঞেস করলো,"স্যার। আপনি এত সুন্দর একটি আইডিয়া কোথা থেকে পেলেন?"
বললাম,"সাদাকাহ বক্স আমি প্রথমে আমার একজন কাছের বন্ধুর বাসায় দেখেছি। এরপর আমার নিজের বাসাতেও শুরু করেছি। আলহামদুলিল্লাহ।"
43
View