Posts

গল্প

হাজী সাহেব পাজি সাহেব

January 2, 2026

Md. Anwar kadir

37
View

হাজী সাহেব হজ্জ করে এসেই তার আপন ছোট ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছেন। উনার টেনশন নেই, লাঠিয়াল চারটা ছেলে আছে। 
আজ থেকে প্রায় পনেরো বছর আগে উনার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ছোট ভাইএর কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিলেন। উনি কথা দিয়েছিলেন যে বাড়ির পেছনের ছোট্ট জমিটা তাকে লিখে দিবেন। তারপর নানা কারণে সেটা আর লিখে দেয়া হয়নি।
হজ্জ থেকে আসার পরই তার ছোটভাই তার কাছে সে জমিটা লিখে দিতে অনুরোধ করে। এতেই তিনি রেগেমেগে আগুন। তার ছেলেরা এটা মানতে নারাজ, এমন একটা সুন্দর জমি কিভাবে লিখে দেয়া যায়?
তার দাবী তিনি তার ভাইকে টাকাটা ফেরত দিয়েছিলেন। তার ভাই বলছেন, তিনি টাকা ফেরত নেননি। তবে ছোটভাই বেশি কিছু বলার সাহস পায়না। হাজী সাহেবের  চার ছেলে লাঠি নিয়ে তেড়ে আসে। 
তাদের ছোটবোন আসে। সে তার সম্পত্তির ভাগ বুঝে পায়নি৷ তাকেও হাজী সাহেবের ছেলেরা লাঠি দিয়ে তাড়িয়ে দেয়। 
কয়েকদিন পরপর ছেলে-মেয়েদের নিয়ে এসে পেটপুরে খেয়ে যায়, যাওয়ার সময় লাউ-মাছ-সবজি-এটা-সেটা নিয়ে যায়, তার উপর এখন এসেছে সম্পত্তির ভাগ চাইতে। হাজী সাহেব বেইমান ছোট বোনকে বলে দেন, যেন আর কোনদিন এই মুখো না হয়। 
হাজী সাহেব এর এসব কুকীর্তি দেখে শয়তান হয়ত আফসোস করে যে, এই বেটা হাজী তাকে কয়েকদিন আগেই পাথর মেরে গেছে।

Comments

    Please login to post comment. Login