Posts

গল্প

কোরান কি একটি বিজ্ঞানের বই?

January 2, 2026

Md. Anwar kadir

39
View

কোভিড-১৯ যখন তুঙ্গে তখন ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আমার পরিচিত একজন তা দিয়েছিল। সেটি অনেকটা এরকম ছিলো,"এবার আশা করি মাদ্রাসা থেকেই কোভিড-১৯ এর টিকা আবিস্কার হবে।"
তার প্রশ্নের উত্তরে একজন বলেছিলো,"একই রকমভাবে মাদ্রাসা থেকে কোভিড-১৯ এর টিকা আসবেনা৷ এখান থেকে আসবে কোরানে হাফেজ, সমাজ সংস্কারক। 
মাদ্রাসা থেকে যদি কোভিড-১৯ এর টিকা আবিস্কার হয়, তবে বিজ্ঞানের গবেষণাগার কি করবে? এত এত বিজ্ঞানী কি করবে?"
সম্প্রতি ভারতের বিখ্যাত গীতিকার নাস্তিক জাভেদ আখতার আর মুফতি শামাইল নদভী এর মাঝে একটা বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জাভেদ আখতার প্রশ্ন করেন যে, "কেন ধর্মের বইয়ে ডাইনোসর সম্পর্কে কিছুই নেই?"
উত্তরে মুফতি শামাইল নদভী অনেকটা এই রকম বলেন,"আফসোসের বিষয় হলো, পৃথিবীর কোন গণিতের বইতেও ডাইনোসরের কাহিনি নেই৷ তাই বলে গণিতের বই তার গুরুত্ব হারায়না। কারণ ডাইনোসর নিয়ে কথা বলা গণিতের বইএর কাজ না৷
একই রকমভাবে ধর্মের বইতেও ডাইনোসরের কাহিনি থাকেনা। এখানে থাকে স্রষ্টার পরিচয়, মানব-জীবন প্রণালি কেমন হওয়া উচিৎ ইত্যাদি ইত্যাদি।"
কোরান বিজ্ঞানের কিছু বিষয় রয়েছে, আর এর গঠনশৈলী অত্যন্ত বৈজ্ঞানিক। এখানে বিজ্ঞানের কিছু কিছু আছে সত্য। কিন্তু কোরান তো আসলে বিজ্ঞানের কোন বই নয়, এটি ধর্মীয় বই, মানুষের জীবন বিধান। তাই বিজ্ঞানের খুটিনাটি এখানে না খুজে বিজ্ঞানের বইতে খোজা উচিৎ।  
আবার কারো কারো আফসোস যে, "কেন মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয়না?"
কিন্তু কেন মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হবে? এর কারিকুলামে তো বিজ্ঞানী বের করার মতো কিছুই নেই৷ এখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়।

তবে মুসলিমরা যখন আল্লাহকে চিনতে শিখেছিল, আল্লাহর জন্য বাচতে শিখেছিল, তখন তারা জ্ঞান-বিজ্ঞানে ভালো করেছিলো। এমনকি আজকে আমরা যে বিজ্ঞানের যুগে দাড়িয়ে আছি তার ভিত্তি মুসলিমরাই স্থাপন করেছিলো৷ আফসোস আজকে আমরা ফেসবুক-ইউটিউব-টিকটক ব্যবহার করে সময় অপচয় করার মাধ্যমে বিশ্বে নিজেদের অবস্থান জানান দিচ্ছি। অথচ জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে যাচ্ছি।

Comments

    Please login to post comment. Login