Posts

গল্প

আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে না?

January 4, 2026

Md. Anwar kadir

38
View

নাসির বলে উঠলো,"ভাই। আপনাদের কোরানেই আছে যে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে মানুষের দোষ কি?"
বললাম,"তুমি কি শিউর যে, এই কথা কোরানে আছে?"
সে বললো,"না জেনে বলছিনা ভাই৷ একশ পার্সেন্ট শিউর হয়েই বলছি।"
বললাম,"তাহলে বলো তো ওখানে কি বলা হয়েছে; আর কেন বলা হয়েছে।"
সে বললো,"কোরানে এটাই বলা হয়েছে যে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা ঝড়েনা।"
বললাম,"ওই আয়াতটি আসলে আল্লাহর জ্ঞান সম্পর্কে। সেখানে বলা হয়েছে,"আর গায়েবের চাবি তাঁরই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তা তিনিই অবগত রয়েছেন, তাঁর অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।""
এরপর আবার বললাম,"দেখো। আমাদের সকল শক্তি বা ক্ষমতার উতস বা মালিক আল্লাহ, এটা সত্য৷ কিন্তু আল্লাহর হুকুম আর জ্ঞান এক জিনিস না। 
তিনি কোরানে শুধুই ভালো কাজের হুকুম দিয়েছেন। আর মন্দ কাজের নিষেধ করেছেন। 
আমরা যে কাজই করি, তিনি সেটা জানেন। চাইলে ফেরাতেও পারেন। কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। এই জন্যেই বিচার হবে আমাদের।
তিনি গাছের পাতা ঝড়লেও তা জানেন। কেউ ভালো কাজ করলেও জানেন, মন্দ কাজ করলেও জানেন। তবে তিনি শুধু ভালো কাজের হুকুম দিয়ে থাকেন আমাদের।"

Comments

    Please login to post comment. Login