বাদল একটু সমস্যায় পড়েছে। কে যেন তাকে বলেছে যে, কোরানে আল্লাহ নিজেকে ষড়যন্ত্রকারী (নাউজুবিল্লাহ) বলেছেন। এটা আমিও আগে শুনেছি বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণের মুখে।
আল্লাহর শানের সাথে ষড়যন্ত্র শব্দটি কিছুতেই যায়না৷ তার কোন নাস্তিক বন্ধু এটা নিয়ে তাকে প্রশ্ন করেছিলো৷ সে কিছুই বলতে পারেনি।
তাই সে আমাকে প্রশ্ন করলো,"আচ্ছা ভাই। কোরানে কি আল্লাহ নিজেকে ষড়যন্ত্রকারী (নাউজুবিল্লাহ) বলেছেন?"
উত্তরে বললাম," নাহ। এমনটা তো আমার জানামতে বলা হয়নি।"
সে আবার বললো,"তাহলে কি বলা হয়েছে সেটা বলেন।"
বললাম,"মূল কোরান তো আরবি ভাষায় লেখা। অনুবাদ করতে গিয়ে অনেকেই যেসকল শব্দ ব্যবহার করেছেন তা নিয়েই অনেক সময় ছোটখাটো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷
আসলে যারা অনুবাদ করেছেন, তারা সবাই মহান ব্যক্তি। সমস্যা হলো, উপযুক্ত শব্দ। অনেক ক্ষেত্রে হয়ত উপযুক্ত শব্দের প্রয়োগ করা হয়নি। এগুলো মানবিক ভুল, এমনটা হতেই পারে।।"
সে আবার প্রশ্ন করলো,"যেমন? বুঝিয়ে বলো।"
বললাম,"আল্লাহ মানুষের মতো ষড়যন্ত্র করেননা। তার কাছে কোন কিছুই গোপন নেই। তিনিও সবই কোরানে পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছন। তাই তার ষড়যন্ত্রের প্রয়োজন পড়েনা৷ এটা অপরাধপ্রবণ মানুষের নোংরা হাতিয়ার।"
এরপর তাকে বললাম যে, সূরা আল-আনফাল-এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা কুরআনে মক্কার কাফিরদের ষড়যন্ত্রের বিপরীতে তাঁর শ্রেষ্ঠ পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। উক্ত আয়াতে বলা হয়েছে, "কাফিররা যখন নবীজী (সা.)-কে হত্যা, বন্দি বা নির্বাসনের ষড়যন্ত্র করছিল, আল্লাহও কৌশল (পরিকল্পনা) করছিলেন, এবং তিনিই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"
বাদল বুঝতে পারলো যে, এটা একটা ভুল বুঝাবুঝি যা নিয়ে কাফিররা বিভ্রান্তি ছড়ায়। এটাও তাদের ষড়যন্ত্রই বটে।
10
View